সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাঁর আর্থিক সমস্যা সমাধানে এগিয়ে আসার কথা জানিয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মহসিনের যাবতীয় দায়িত্ব নেবে বিসিবি। ক্রিকেট বোর্ড সাবেক এই তারকা ফুটবলারের আর্থিক সমস্যার পাশাপাশি তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা ও তাঁকে আইনি সহায়তাও দেবে। গতকাল মহসিনের দুরবস্থার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান প্রধান নির্বাহীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টা যখন আমাদের বোর্ড সভাপতির নজরে আসে, তিনি আমাকে বলেন, মোহাম্মদ মহসিনের পরিবারের সঙ্গে কথা বলে কী বিষয়ে সাহায্য-সহযোগিতা করা যায়, সেটা জানার। গতকালই মহসিন ভাইয়ের ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। আমরা যে বিষয়টা বুঝতে পারি, সেটা হচ্ছে আর্থিক বিষয়ের চেয়েও তাঁরা মহসিন ভাইয়ের চিকিৎসা নিয়ে বেশি চিন্তিত। তাদের জায়গা-জমি সংক্রান্ত কিছু ব্যাপার আছে। কিছু জমি নাকি বেদখল হয়ে আছে, সে ব্যাপারে তারা আইনি সহযোগিতাও চেয়েছেন। এ বিষয়টা সমাধান হলে হয়তো তাঁর চিকিৎসা ও তাঁকে সুস্থ করে তোলাটা সহজ হবে। আমরা তাঁকে বলেছি, ডাক্তার দেখাতে। যেকোনো বিষয়ে বিসিবি মহসিন ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবে।’
মহসিনের আইনি সহায়তার বিষয়ে বিসিবি এরই মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী, ‘আইনি বিষয়গুলো তো চট করে কথা শুনে বোঝা সম্ভব নয়, আমরা এরই মধ্যে বিসিবির আইনি পরামর্শকের সঙ্গ যোগাযোগ করা হয়েছে, তাদের বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে যোগাযোগ করতে। ওনারা সেখানে দেখা করে ব্যাপারগুলো দেখালে আমরা সবকিছু বুঝতে পারব। বিসিবির আইনি পরামর্শক প্রতিষ্ঠানের একজন ব্যারিস্টারকে বলে দেওয়া হয়েছে। তিনি তাঁদের কথা শুনে আইনি পরামর্শ যা হয়, সেটা দেবেন।’
আশি ও নব্বইয়ের দশকের তারকা গোলরক্ষক মহসিন এখান নিদারুণ আর্থিক সমস্যার মধ্যে আছেন। তিনি মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন। টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না। এক সময় আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধাকে নেতৃত্ব দেওয়া মহসিনের এমন অবস্থার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশের ক্রীড়াঙ্গনে তোলপাড় শুরু হয়।