ফুটবল দুনিয়ায় বিস্ময় হয়ে এসেছিল খবরটা। গত বছর এই সময়ের কথা সেটি। বার্সেলোনা ছেড়ে দিচ্ছে লিওনেল মেসিকে—ভক্তরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না খবরটা। মেসি নিজেও কি প্রথমে পেরেছিলেন। যে ক্যাম্প ন্যুর সঙ্গে তাঁর চির সখ্য, যে লা মেসিয়াতে তাঁর বেড়ে ওঠা—সেই বার্সেলোনার চৌহদ্দিই ছেড়ে চলে যেতে হবে তাঁকে! বেতন কমিয়েও যে তারকা পুরোনো দলে থেকে যেতে চেয়েছিলেন, তাঁকে কেবল আর্থিক সমস্যার কারণে ছেড়ে দেওয়া যে বিরাট ভুল ছিল, সেটি প্রকাশ্যে না হলেও নিজেদের মধ্যে স্বীকার করে নিয়েছে বার্সেলোনা।
বার্সেলোনা ছেড়ে নতুন ক্লাব পেতে বেশি দেরি করেননি মেসি। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে লুফে নিয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। বার্সেলোনা ছেড়ে যাওয়ার দিন চোখের জল সংবরণ করতে পারেননি মেসি। তবে পিএসজিতে নতুন শুরুটা করেছিলেন নিজের সবটুকু দিয়েই। প্রথম মৌসুমে ঠিক ‘মেসিসুলভ’ খেলা খেলতে পারেননি, সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির দ্বিতীয় মৌসুমটা মেসি যে ঘুরে দাঁড়াতে চাইবেন, সেটি বলাই বাহুল্য। বার্সেলোনা এখন চায় পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে ‘বাড়ি’ ফেরাতে।
বার্সেলোনা যে মেসিকে আবারও ফেরানোর কথা ভাবছে, সেটি জানিয়েছেন বার্সেলোনা–সংশ্লিষ্ট এক আর্জেন্টাইন সাংবাদিক। বার্সেলোনা যদিও খেলোয়াড়দের মধ্যে এই বার্তা এখনো দেয়নি, তবে তাদের পরিচালনা পর্ষদে বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে। মেসিকে আবারও বার্সায় ফেরানোর ব্যাপারটিও আলোচনায় এসেছে।
আর্জেন্টাইন সেই সাংবাদিক এ ব্যাপারে কোচ জাভি হার্নান্দেজের উদাহরণও দিয়েছেন। পরিচালনা পর্ষদ খেলোয়াড়দের সঙ্গে মেসিকে নিয়ে আলাপ না করলেও জাভি নাকি খেলোয়াড়দের বলেছেন, তিনি ভবিষ্যতে মেসিকে ফেরাতে চান। আগামী গ্রীষ্মে মেসিকে দলে ফেরানো তাঁর ‘নতুন বার্সেলোনা’ প্রকল্পে ভালোভাবেই আছে।
সম্প্রতি মেসির বার্সেলোনায় ফেরার বিষয়ে প্রকাশ্যেও বলেছেন জাভি। একসময় মেসির সতীর্থ জাভি আশাবাদী মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে, ‘এই মুহূর্তে মেসি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সে এই দুনিয়ার সেরা ফুটবল খেলোয়াড়। ইতিহাসেরও অন্যতম সেরা। আমাদের সভাপতি যা বলেছেন, তাতে আমার বিশ্বাস বার্সেলোনায় মেসির কাহিনি এখনো ফুরোয়নি। তবে এসব নিয়ে আলোচনার সময় এখনো হয়নি।’