সিটির বিপক্ষে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলের পর রদ্রিগোর সিউ উদ্‌যাপন
সিটির বিপক্ষে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলের পর রদ্রিগোর সিউ উদ্‌যাপন

রদ্রিগো যে কারণে সেদিন দুবার ‘রোনালদো’ হয়েছিলেন

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার আলেহান্দ্রো গারনাচো—একজন প্রতিষ্ঠিত তারকা, আরেকজন উঠতি তারকা। দুজনেরই আদর্শ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আরেক উঠতি তারকা রিয়াল মাদ্রিদের রদ্রিগোরও তা–ই। এমন আরও অনেকেই আছেন, যাঁরা পর্তুগিজ তারকাকেই মানেন নিজের আদর্শ।

রোনালদোর খেলা তো তাঁরা অনুসরণ করেনই, কেউ কেউ তাঁকে অনুকরণও করেন। রোনালদোর ড্রিবলিং, রোনালদোর কারুকাজের সঙ্গে কেউ কেউ তাঁর দুই ধরনের গোল উদ্‌যাপন ‘কালমা’ আর ‘সিউ’ও অনুকরণ করে থাকেন।

গত মঙ্গলবার এমনই এক অনুকরণের উদাহরণ তৈরি করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। সান্তিয়াগো বার্নাব্যুতে জমজমাট লড়াই শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে সেদিন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করে রিয়াল।

বের্নার্দো সিলভার ২ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। ১২ মিনিটে রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। ২ মিনিট পর রদ্রিগোর অসাধারণ এক গোলে এগিয়ে যায় তারা। এ গোলের পর একই সঙ্গে বার্নাব্যুর দর্শককে রোনালদোর সময়টাকে মনে করিয়ে দেন তিনি। রোনালদোর দুই রকমের উদ্‌যাপন কালমা ও সিউ দিয়ে রদ্রিগো করেন গোল উৎসব।

সিটির বিপক্ষে গোলের পর রোনালদোর ‘কালমা’ উদ্‌যাপনও করেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকার রদ্রিগো

রিয়ালের মাঠে ২ মিনিটেই এগিয়ে যাওয়ার পর সিটির সমর্থকেরা অন্য রকম উন্মাদনায় মেতেছিল। তাদের শান্ত হতে বলতেই হয়তো কালমা উদ্‌যাপন করেন রদ্রিগো। এরপর আরেকটু দৌড়ে গিয়ে করেছেন সিউ উদ্‌যাপন।

এ বিষয়ে রদ্রিগোকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্‌যাপন? আমি সব সময়ই তার ভিডিও দেখি। আমি নিজেকে অনুপ্রাণিত করতে ম্যাচের আগেও তার ভিডিও দেখি। আমি সব সময় যেমনটা বলি, সে আমার আদর্শ, আমার নায়ক।’