দুই একে দুই, দুই দু’গুণে চার, তিন দু’গুণে ছয়!
আল-ফায়হার মুখোমুখি হওয়ার আগে সর্বশেষ তিন ম্যাচে এই নামতা পড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করেন তিন ম্যাচেই। কিন্তু তিন দু’গুণে ছয় থেকে চার দু’গুণে আট আর হলো না। রোনালদোর জোড়া গোলের ‘অভ্যাস’ কাটা পড়ল আজ আল ফায়হার মাঠে।
গোলই পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁর ক্লাব আল নাসরও গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে।
ইউরো বাছাইপর্বে গত ২৩ মার্চ লিখটেনস্টেইনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। তিন দিন পর লুক্সেমবার্গের বিপক্ষে করেন আরও দুই গোল। এরপর গত ৪ এপ্রিল সৌদি প্রো লিগে আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন। আজও সুযোগ পেয়েছিলেন ‘অভ্যাস’টা ধরে রাখার। ম্যাচের দুই অর্ধে গোলের ফিফটি-ফিফটি সুযোগ কাজে লাগাতে না পারায় আর স্কোরশিটে নাম লেখাতে পারেননি।
তবে ম্যাচে কিন্তু গোল হয়েছে। বাতিল হয় অফ সাইডের জন্য। ২১ মিনিটে আল ফায়হার বান্দের নাসের জোরাল শটে লক্ষ্যভেদ করলেও আলেক্সান্দার ত্রাকোভস্কি অফসাইড হওয়ায় গোল হয়নি।
১২ মিনিট পরই ম্যাচে গোলের সেরা সুযোগটা পান রোনালদো। লুইস গুস্তাভোর সেট পিস থেকে দৌড়ের ওপর সামনে বল পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি। সামনে ছিলেন শুধু আল ফায়হার গোলকিপার।
বিরতির পর ৭১ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দুরপাল্লার ফ্রি কিক রোমাঞ্চ ছড়িয়ে লক্ষ্যভ্রষ্ঠ হয়। এর ৬ মিনিট পরই বাঁ পায়ের শট ঠিক জায়গায় রাখতে পারলে গোল পেতেন রোনালদো। তালিসকার হেড থেকে পাওয়া বলটি পোস্টের ওপর দিয়ে মারেন।
সৌদি প্রো লিগের এ মৌসুমে ১০ ম্যাচে ১১ গোল করেছেন রোনালদো।
ড্র করে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে রইল আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদ আল ওয়েদার মাঠে ২-০ গোলে জিতেছে। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট আল ইতিহাদের।