শীর্ষ স্তরের ক্লাব ফুটবলে ৪ দেশের ৭টি ক্লাবের হয়ে খেলেছেন রুড ফন নিস্টলরয়। কিন্তু যে ক্লাবটি ফন নিস্টলরয়কে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে, তা ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করায় দুর্দান্ত সামর্থ্যের কারণে ইউনাইটেডে সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সাবেক এই ডাচ স্ট্রাইকার। দ্রুতই রিয়াল মাদ্রিদের সুনজরে পড়েন। ২০০৬ সালে ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন। এরপর আর ইংল্যান্ডের ফুটবলে ফেরা হয়নি।
নতুন খবর হলো, দেড় যুগ পর প্রিমিয়ার লিগে ফিরতে পারেন ফন নিস্টলরয়। ৪৭ বছর বয়সী নিস্টলরয়কে কোচ করে আনতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি—এমন দাবি করেছেন বেলজিয়ামের ক্রীড়া সাংবাদিক সাচা তাভোলিয়েরি।
গত কদিন ধরেই গুঞ্জন, লেস্টারের বর্তমান কোচ এনজো মারেসকা চেলসির সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছেন। লেস্টারই মারেসকাকে চেলসির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিল। ৪৪ বছর বয়সী মারেসকার কোচিংয়েই এ মৌসুমে চ্যাম্পিয়নশিপের (ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর) শিরোপা জিতে প্রিমিয়ার লিগে ফিরেছেন লেস্টার। এই ক্লাবেই খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।
নিস্টলরয় এই মুহূর্তে ফ্রি এজেন্ট। সর্বশেষ তিনি কোচিং করিয়েছেন নিজ দেশ নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেনকে। তাঁর অধীনে শিরোপাও জিতেছে আইন্দহফেন—ডাচ কাপ ও ইয়োহান ক্রুইফ শিল্ড। ২০২২–২৩ মৌসুমের শেষে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিস্টলরয়। আইন্দহফেনের মূল দলের দায়িত্ব নেওয়ার আগে ক্লাবটির বয়সভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন তিনি। দুই দফা নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। সব মিলিয়ে কোচ হিসাবে ৯ বছরে অভিজ্ঞতা আছে তাঁর।
নিস্টলরয় শেষ পর্যন্ত লেস্টার সিটির কোচ হলে ১৮ বছর পর শুধু প্রিমিয়ার লিগে তো ফিরবেনই, দল নিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন নিজের পুরোনো ঠিকানা ওল্ড ট্রাফোর্ডেও। ইউনাইটেড সমর্থকেরাও নিশ্চয় তাঁর প্রত্যাবর্তন দেখতে চাইবেন।