ফুটবলপ্রেমীরা শেষ বিদায় জানাচ্ছেন ফুটবলের রাজা পেলেকে
ফুটবলপ্রেমীরা শেষ বিদায় জানাচ্ছেন ফুটবলের রাজা পেলেকে

ফটো ফিচার

বিদায় ফুটবল–সম্রাট

ভিলা বেলমিরোয় শেষবারের মতো এসেছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের এই মাঠ ফুটবল সম্রাট পেলের বাড়ির উঠানই। এখানেই তাঁর কিংবদন্তি হয়ে ওঠা, এখানেই তিনি এঁকেছেন অসংখ্য সাফল্যের আলপনা। শেষযাত্রায় এখানে আসবেন না, সেটি কীভাবে হয়। কিংবদন্তির কফিনবন্দী নিথর দেহ আজ সকালেই আনা হয়েছে সান্তোসের মাঠে। এখান থেকেই শেষযাত্রার শুরুটা করবেন তিনি। ভিলা বেলমিরো আর পেলের শেষযাত্রার বিভিন্ন দৃশ্যপট নিয়েই আজকের ফটোফিচার...
সান্তোস ক্লাবের সামনে পেলের জন্য সাধারণ মানুষের শ্রদ্ধা।
পেলের ভাস্কর্যের সামনে এক নারী-ভক্ত। সান্তোস সমর্থকেরা আজ তাদের সেরা তারকাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন ক্লাব প্রাঙ্গণে।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় আসছে ফুটবল সম্রাটের শবদেহ।
ভিলা বেলমিরোয় নিয়ে যাওয়া হচ্ছে পেলের কফিন।
পেলের মায়াবী এক ছবির সামনে এক খুদে সান্তোস সমর্থক। পেলে চিরদিনই প্রেরণা হয়ে ছিলেন সব বয়সী ফুটবলপ্রেমীদের।
ভিলা বেলমিরো মাঠের ঠিক মাঝখানে রাখা হয়েছে পেলের কফিনবন্দী নিথর দেহ। এই মাঠেই তো তাঁর কত কীর্তি, কিংবদন্তি হয়ে ওঠা!
পেলের মরদেহের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
পেলের শেষকৃত্যে উপস্থিত ফিফা সভাপতিসহ বিশিষ্টজনেরা।
সান্তোসের রাস্তায় জড়ো হয়েছেন ফুটবল-ভক্তরা। তাঁরা শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন পেলেকে।
পেলে চিরনিদ্রায় শায়িত হবেন তাঁর প্রিয় ভিলা বেলমিরোর খুব কাছেই—মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা কবরখানার নবম তলায়। যেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা খুব চমৎকার দেখা যায়।