ইউরোপিয়ান ফুটবল এখন ইয়ুর্গেন ক্লপ–জ্বরে আক্রান্ত বললে কি খুব ভুল হয়? ক্লপের লিভারপুল ছাড়ার আবেগ ক্লাবটির খেলোয়াড়–সমর্থকদের তো বটেই, এর বাইরেও অনেকের মধ্যে ছড়িয়ে গেছে। জার্মান এই কোচকে নিয়ে কথা বলতে গিয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার চোখ হয়েছে অশ্রুসিক্ত, কখনো ক্লপের অধীনে না খেলা টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসনও ক্লপকে নিয়ে আবেগময় পোস্ট দিয়েছেন।
একইভাবে ক্লপের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি এবং ইন্টার মায়ামির সহমালিক ডেভিড বেকহাম। বলেছেন, ক্লপের প্রশংসা করে ইউনাইটেডের বন্ধুদের তোপের মুখে পড়তে হবে তাঁকে। কিন্তু এরপরও ক্লপের প্রতি নিজের মুগ্ধতা আড়াল করতে চান না বেকহাম। পাশাপাশি মায়ামিতে ক্লপকে মেসিদের কোচ করে আনবেন কি না, সে বিষয়েও কথা বলেছেন তিনি।
‘স্মার্টলেস পডকাস্ট’–এর সঙ্গে কথোপকথনে ক্লপকে নিয়ে বেকহাম বলেছেন, ‘এমনকি একজন ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত হলেও আমি ইয়ুর্গেনকে (ক্লপ) ভালোবাসি। তার চরিত্র, ব্যক্তিত্ব এবং খেলাটিতে সে যা নিয়ে এসেছে, তা আমি ভালোবাসি।’
ইংলিশ ফুটবলে ইউনাইটেড ও লিভারপুলের দ্বৈরথ চিরন্তন। ইউনাইটেড কিংবদন্তি হিসেবে ক্লপের এমন প্রশংসা ইংলিশ ক্লাবটিতে খেলা তাঁর বন্ধুরা ভালো চোখে দেখবেন না জানিয়ে বেকহাম আরও বলেছেন, ‘আমি আমার ম্যানচেস্টার ইউনাইটেডের বন্ধুদের হাতে খুন হব। তবে তাকে (ক্লপ) যেতে দেখে আমি হতাশ। ক্লাবটির জন্য এবং খেলাটির জন্য সে যা করেছে, তা অবিশ্বাস্য।’
গত রোববার মৌসুমের শেষ দিন লিভারপুল মনে রাখার মতো এক আয়োজনে বিদায় জানিয়েছে ক্লপকে। পাশাপাশি তাঁর জায়গায় আর্নে স্লটের কোচ হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ফলে এখন থেকে ফ্রি এজেন্ট হিসেবেই আছেন ক্লপ। তাঁকে কোচ হিসেবে ইন্টার মায়ামিতে নিয়োগ দিতে চান কি না, এমন প্রশ্নের জবাবে বেকহাম বলেছেন, ‘আমাদের হাতে আর খুব বেশি টাকা অবশিষ্ট নেই।’