রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম (বাঁ থেকে)
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম (বাঁ থেকে)

সবচেয়ে দামি ভিনি–হলান্ড, দামি খেলোয়াড়ে ঠাসা রিয়াল–সিটি–আর্সেনাল–বার্সা

ট্রান্সফারমার্কেট বা ফোর্বস—তালিকা যারাই করত, একটা সময় ছিল; সবচেয়ে দামি ফুটবলার খুঁজতে গিয়ে ঘুরেফিরে আসত লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের নাম। মেসি–রোনালদো–নেইমার যুগ গত হয়েছে। বাজারমূল্যে সবচেয়ে দামি ফুটবলার কে—এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রায় প্রতিবছরই শীর্ষস্থানে বদল দেখা যায়। কখনো এক নম্বরে ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা যায়, কখনো আবার আর্লিং হলান্ড বা কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড

ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হালনাগাদ তালিকায় দেখা যাচ্ছে, এ মুহূর্তে বাজারমূল্যে সবচেয়ে দামি দুজন খেলোয়াড়—আর্লিং হলান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র। বাজারমূল্য নির্ধারণ করতে গিয়ে ট্রান্সফারমার্কেট মূলত তাদের নিজস্ব একটি পদ্ধতি ব্যবহার করে, যেখানে সবচেয়ে বেশি দেখা হয় দলবদলের বাজারে সেই খেলোয়াড়ের চাহিদা। এর পাশাপাশি সেই ফুটবলারের সর্বশেষ দলবদল মূল্য, বর্তমান ক্লাবে বেতন, বয়স, ফর্ম, কোন লিগে খেলেন, কতটা সম্ভাবনাময়, কতটা চোটপ্রবণ—এসব বিভিন্ন সূচক ব্যবহার করা হয়। সব সূচক বিচার করে দেখা যাচ্ছে, এ মুহূর্তে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড নরওয়েজিয়ান ফরোয়ার্ড হলান্ড ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের বাজারমূল্যই সবচেয়ে বেশি—২০ কোটি ইউরো করে।

হলান্ড ও ভিনি দুজনেরই বয়স ২৪। দুজনেই এই মৌসুমে আছেন দারুণ ছন্দে। হলান্ড এই মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে করেছেন ১৭ গোল। ভিনিসিয়ুস ১৬ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৭ গোল। দুজনের বাজারমূল্যই ২ কোটি ইউরো করে বেড়েছে সম্প্রতি। তালিকার পরের দুটি নামও রিয়ালের দুজনের—জুড বেলিংমহাম ও কিলিয়ান এমবাপ্পে। দুজনের বাজারমূল্যই ১৮ কোটি ইউরো করে।

এই তালিকায় পরের নামটা বার্সেলোনার নতুন সেনসেশন লামিয়ে ইয়ামালের। স্পেনের ২০২৪ ইউরো জয়ে বড় ভূমিকা রাখা ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমেও দারুণ শুরু করেছেন। দেশ ও ক্লাবের হয়ে ১৯ ম্যাচে তাঁর ৬ গোল, করিয়েছেন আরও ৯টি। এই পারফরম্যান্সে তাঁর বাজারমূল্য বেড়েছে ৩ কোটি ইউরোর বেশি। আপাতত ১৫ কোটি ইউরো বাজারমূল্য হলেও দিনকে দিন যে এটা বেড়েই যাবে, তা বোধহয় না বললেও চলে।

বাজারমূল্যে শীর্ষ দশের মধ্যে থাকা খেলোয়াড়দের মধ্যে ছয় নম্বরে ম্যান সিটির মিডফিল্ডার ফিল ফোডেন এবং সাতে আর্সেনালের ফরোয়ার্ড বুকায়ো সাকা। তালিকার পরের দুটি স্থান আবার দুই জার্মানের। অষ্টম স্থানে লেভারকুসেনের ফ্লোরিয়ান রিৎস আর ৯ নম্বরে বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা। ১০ নম্বরে আছেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভের্দে।

দামি ফুটবলারদের সংখ্যা কোন দলে বেশি? এটারও একটা তালিকা করেছে ট্রান্সফারমার্কেট। এ মুহূর্তে বাজারমূল্যে বিশ্বের শীর্ষ ১০০ ফুটবলারের মধ্যে রিয়াল, ম্যান সিটি, আর্সেনাল ও বার্সেলোনায় খেলেন ৯ জন করে। তবে দামের দিক থেকে এগিয়ে আছে রিয়াল। তাদের এই ৯ খেলোয়াড়ের বাজারমূল্য ১০৬ কোটি ইউরো। শীর্ষ ১০০-তে থাকা ম্যান সিটির ৯ জনের সম্মিলিত বাজারমূল্য ৯৭ কোটি ৫০ লাখ ইউরো। আর্সেনালের ৭৭ কোটি ও বার্সেলোনার ৬৭ কোটি ৫০ লাখ ইউরো।