আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না মেসি

ক্লাব ফুটবলের বিরতিতে মেসি এখন আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে বেইজিংয়ে। এশিয়া সফরে চীনের রাজধানী বেইজিংয়ে ১৫ জুন অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেললেও পরের ম্যাচ খেলতে তিনি আর জাকার্তায় যাবেন না। মেসির না থাকার সিদ্ধান্ত নিয়ে নানা কথা শোনা গেলেও টিওয়াইসি স্পোর্টস বলছে ছুটি কাটানোর উদ্দেশে মূলত আগাম দল ছাড়বেন মেসি।

গত কিছুদিন দলবদল নিয়ে মেসির ওপর বেশ ধকল গেছে। পিএসজিতে বাজে সময় পার করার পর কোথায় যাবেন তা নিয়েও চলেছে নানা নাটক। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকেই নিজের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মেসি। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার আগে ছুটি কাটিয়ে নিজেকে চাঙা করে তুলতেই মূলত জাতীয় দল ছাড়ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ইউরোপীয় ও মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির। যেখানে লিগ কাপে লিগা এমএক্সের ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মেসির দল ইন্টার মায়ামি। এরই মধ্যে মেসির অভিষেক ম্যাচের সব টিকিট শেষ হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে মেসি

এদিকে কালই আর্জেন্টাইন ভক্তদের মন খারাপ করার মতো একটি খবর দিয়েছেন মেসি। জানিয়েছেন ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে তাঁর খেলা প্রায় অসম্ভব ব্যাপার। বেইজিংয়ে চীনা সংবাদমাধ্যম টাইটানকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, যদি খেলাটা আমি উপভোগ করি, শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’

মেসি এ সময় কথা বলেছেন ব্যালন ডি’অর ট্রফি জেতা নিয়েও। এই ট্রফি কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইলে মেসি বলেছেন, ‘ব্যালন ডি’অর আমার জন্য গুরুত্বপূর্ণ কি না? না এটা এখন আর আমার জন্য গুরুত্বপূর্ণ না। আমি সব সময় বলেছি, ব্যক্তিগত পুরস্কার আমার কাছে গুরুত্বপূর্ণ না। দলীয় পুরস্কারই গুরুত্বপূর্ণ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে বিশ্বকাপ। সবচেয়ে বড় পুরস্কার।’