ওসিমেন, লিয়াও এবং কোলো মুয়ানি
ওসিমেন, লিয়াও এবং কোলো মুয়ানি

ওসিমেন, লিয়াও, কোলো মুয়ানি...মেসির বিকল্প হিসেবে যাঁদের দিকে হাত বাড়াচ্ছে পিএসজি

লিওনেল মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক একরকম ভেঙেই গেছে। গত দুই দিনে মেসির সৌদি আরব–যাত্রা নিয়ে যে নাটক হলো, এরপর প্যারিসের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি নবায়ন বিস্ময়কর ঘটনাই হবে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও জানিয়ে দিচ্ছে, মেসি–পিএসজি সম্পর্কের এখানেই সমাপ্তি।

মেসির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনের পাশাপাশি এখন শুরু হয়েছে পিএসজিতে তাঁর বিকল্প কারা হতে পারেন, সে আলোচনাও। এরই মধ্যে মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে তিনজনের নামও জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।

বিশ্বকাপের পর থেকে পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়ন নিয়ে নেতিবাচক খবর সামনে আসতে থাকে। তবে সব আলোচনা ও গুঞ্জন মাত্রা ছাড়ায় কয়েক দিন আগে পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মেসির সৌদি–যাত্রার পর। মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। এরপর পিএসজি সমর্থকেরাও মেসিকে অপমান করে নানা ধরনের মন্তব্য ছুড়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন।

মৌসুম শেষেই পিএসজি ছেড়ে যেতে পারেন মেসি

এমন পরিস্থিতিতে পিএসজিও নাকি মেসি–অধ্যায় ভুলে সামনে তাকাতে চায়। যেখানে মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে তিন খেলোয়াড়কে সামনে রেখে মাঠেও নামতে যাচ্ছে তারা। স্প্যানিশ সংবাদমাধ্যমটির খবর বলছে, মেসির বিকল্প হিসেবে পিএসজির পছন্দের তালিকায় ওপরের দিকে আছে নাপোলির ৩৩ বছর পর সিরি আ শিরোপা জয়ের নায়ক ভিক্টর ওসিমেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৭ ম্যাচে ২২ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ২৭। পিএসজির জন্য ওশিমেনকে পাওয়া অবশ্য সহজ হবে না। নাইরেজিয়ার উদীয়মান এই ফরোয়ার্ডকে পাখির চোখ করেছে ইউরোপের আরও কয়েকটি শীর্ষ ক্লাব। যেখানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।

সৌদি আরবে গিয়ে ছবিটি তুলেছেন লিওনেল মেসি

পিএসজির চাহিদার তালিকায় আছেন ইতালিয়ান লিগে আলো ছড়ানো আরেক খেলোয়াড় রাফায়েল লিয়াও। ২৩ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড চলতি মৌসুমে দারুণ খেলছেন। ২০০৭ সালের পর মিলানের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার অন্যতম নায়কও লিয়াও। মৌসুমে সব মিলিয়ে ১৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। মেসির বিকল্প হিসেবে পিএসজি শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের এই খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

এই তালিকায় তিন নম্বরে আছেন রানদাল কোলো মুয়ানি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এই ফরাসি ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে দারুণ খেলে চলেছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেছেন মুয়ানি। ২৪ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডকে দিয়েও মেসির অভাব পূরণ করতে আগ্রহী পিএসজি। তবে শেষ পর্যন্ত মেসি ক্লাব ছাড়লে কাকে দিয়ে পিএসজি তাঁর অভাব ঘোচাবে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।