কিলিয়ান এমবাপ্পের সাফল্যের পথে আসল বাধা ভিনিসিয়ুস জুনিয়র!
হ্যাঁ, করিম বেনজেমা যা বলেছেন, তার সারকথা এমনই। যদিও ভিনির কোনো দায় নেই তাতে। অর্ধযুগ অপেক্ষার পর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এ বছরের জুলাইয়ে। এমবাপ্পের নিজে তো বটেই, তাঁকে দলে ভেড়াতে মরিয়া ছিল রিয়াল মাদ্রিদও। তবে রিয়াল–এমবাপ্পে ‘জুটি’র প্রথম তিন মাসে দুই পক্ষের প্রত্যাশা মিটেছে কমই। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে এমবাপ্পের গোল ৮টি, গুরুত্বপূর্ণ সময়ে লক্ষণীয় প্রভাবও ফেলতে পারেননি।
রিয়ালে স্বদেশি তারকার এমন শুরুর পর তাঁকে পরামর্শ দিয়েছেন করিম বেনজেমা, যিনি টানা ১৪ বছর কাটিয়েছেন ক্লাবটিতে। বেনজেমার মতে, এমবাপ্পে সবচেয়ে ভালো খেলেন উইংয়ে, রিয়ালে যে জায়গায় আগে থেকেই খেলেন ভিনিসিয়ুস। এখন এমবাপ্পের জন্য ভিনিকে জায়গা থেকে সরানো যাবে না। বরং এমবাপ্পেকেই নতুন ভূমিকায় মানিয়ে নিতে হবে।
রিয়াল মাদ্রিদে এমবাপ্পে খেলছে সেন্টার ফরোয়ার্ড পজিশনে, যা ‘নাম্বার নাইন’ খেলোয়াড়ের জায়গা বলেও পরিচিত। স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিংগিতোকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালে এমবাপ্পের সমস্যা কোথায় হচ্ছে আলোচনায় বেনজেমা বলেন, ‘আমার মতে, সমস্যা হচ্ছে সে সেন্টার ফরোয়ার্ড নয়। এমবাপ্পে সব সময়ই, এমনকি যখন ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলে, তখনো সেন্টার ফরোয়ার্ড হিসেবে ভালো খেলে না। আসলে এটা তার জায়গা নয়। সে বাঁ দিকের খেলোয়াড়। কিন্তু সেখানে তার মতোই একজন আছে। এখানেই সমস্যা।’
এমবাপ্পেকে বাঁ পাশের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে নাম্বার নাইন হিসেবে ভাবতে হবে। ওকে ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণে এগোতে হবে। ভিনিসিয়ুস ভেতরে ঢুকলে ওকে বাইরে যেতে হবে, বারবার জায়গা বদল করতে হবে।করিম বেনজেমা
এমবাপ্পের মতো ভিনিসিয়ুসও আক্রমণভাগের বাঁ দিকে খেলে থাকেন। ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডও এমবাপ্পের মতো সেন্টার ফরোয়ার্ডে ভালো নন। রিয়ালে স্ট্রাইকার হিসেবে খেলে যাওয়া বেনজেমার বিশ্বাস, কোচ কার্লো আনচেলত্তির সমাধান বের করতে যথেষ্ট সামর্থ্যবান, ‘(এমবাপ্পের মতো) ভিনিকেও নাম্বার নাইনে বা ডান পাশে খেলানো যায় না। কারণ, বাঁ দিক থেকেই সে ম্যাচে ব্যবধান–গড়া পারফরম্যান্স করে। কোচ আনচেলত্তি অবশ্য এসব ভালোই জানেন। তিনি একটা সমাধান খুঁজে বের করবেনই। আমি বুঝতে পারছি মানুষ এমবাপ্পের কাছ থেকে অনেক কিছু চায়। চাপও আছে। এটাও সত্যি, এটা (রিয়াল মাদ্রিদ) পিএসজি নয়।’
এমবাপ্পে–বেনজেমা দুজনই ফ্রান্সের খেলোয়াড়। বেনজেমা অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলা এই স্ট্রাইকারকে জিজ্ঞেস করা হয় সাবেক জাতীয় দল সতীর্থের জন্য কোনো পরামর্শ আছে কি না তাঁর। ২০২২ ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, ‘আমার যেটা বলার আছে ...ওর হাল ছাড়া উচিত হবে না। কারণ, আমার মনে হয় না ভিনিসিয়ুসের জায়গা বদলানো হবে। কারণ, এই মুহূর্তে ওই জায়গায় সে–ই বিশ্বসেরা। ভিনিকে সরানো যাবে না। এমবাপ্পেকে বাঁ পাশের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে নাম্বার নাইন হিসেবে ভাবতে হবে। ওকে ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণে এগোতে হবে। ভিনিসিয়ুস ভেতরে ঢুকলে ওকে বাইরে যেতে হবে, বারবার জায়গা বদল করতে হবে। এমবাপ্পে বাঁ পাশে খুব, খুব, খুবই ভালো। কিন্তু তাকে বুঝতে হবে সে মাঠের অন্য দিকেও ভালো খেলতে পারে।’