এমবাপ্পে এখন পিএসজির সবচেয়ে বড় তারকা
এমবাপ্পে এখন পিএসজির সবচেয়ে বড় তারকা

মেসি–নেইমারের বিদায়ে পিএসজি কি আরও ভালো দল হয়ে উঠছে

লিওনেল মেসি ও নেইমারের বিদায়ে নতুন এক যুগে প্রবেশ করেছে পিএসজি। লিগে এ দুজনকে ছাড়া শুরুটা ভালো না হলেও চ্যাম্পিয়নস লিগে কিন্তু দারুণভাবে যাত্রাটা শুরু করেছে প্যারিসের ক্লাবটি। গত মঙ্গলবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়েছে ২–০ গোলে। এ জয়ে ‘মৃত্যুকূপ’ খ্যাত গ্রুপে শুরুতেই সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল পিএসজি।

বরুসিয়ার বিপক্ষে ম্যাচটিতে পিএসজি বেশ দাপটের সঙ্গে খেলেছে। ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের কাছেই। সব মিলিয়ে জয়ের পাশাপাশি পিএসজির পারফরম্যান্স ছিল মুগ্ধতা ছড়ানো। এই ম্যাচে পিএসজির এমন পারফরম্যান্স দেখে আশাবাদী হচ্ছেন সমর্থকেরাও। এদিকে মেসি–নেইমারের স্মৃতিকে পেছনে ফেলে পিএসজিকে নতুনভাবে গড়ে তোলার কাজ করছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। নিজের কৌশল ও পরিকল্পনাকে দলের খেলায় অনুবাদ করার চেষ্টা করছেন এই কোচ। তবে এখনো যে পুরোপুরি ধারাবাহিক হতে পারেননি, তা সাম্প্রতিক ফলেই স্পষ্ট।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকও নিজেদের বিশ্লেষণে দেখিয়েছে এনরিকে কীভাবে তাঁর আগের দল স্পেনের চেয়ে পিএসজিকে আলাদা করে তুলছেন। অ্যাথলেটিকের বিশ্লেষক লিয়াম থার্মে লিখেছেন, ‘লুইস এনরিকের অধীনে পিএসজি মাত্র ৬টি ম্যাচ খেলেছে। তবে এর মধ্যে তিনি আগের স্পেন দলের চেয়ে ভিন্ন একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। আগের দলের মতো এ দলেরও আছে বলের ওপর নিয়ন্ত্রণ এবং পজেশন ধরে রেখে খেলার আকাঙ্ক্ষা।’ তবে এই খেলাকে কাজে লাগিয়ে ফল নিজেদের পক্ষে আনতে হবে বলেও মন্তব্য করেছেন লিয়াম।

মেসি, নেইমার ও এমবাপ্পে যখন এক সঙ্গে ছিলেন

এ সময় মেসি–নেইমারের পিএসজির সঙ্গে এই দলের পার্থক্য তুলে ধরে লিয়াম বলেছেন, ‘আগের এমবাপ্পে, মেসি, নেইমারকে নিয়ে খেলার যে ধরন, সেটি ৩–৪–৩ ফরমেশন। এতে সামনের দিক (আক্রমণভাগ) খুবই ভারী হয়ে উঠেছিল। তারা প্রচুর গোল করত। কিন্তু রক্ষণ সামলানোর দিক থেকে তারা কিছুই করতে পারত না। কোনো কৌশল ছাড়া তারা ম্যাচ জিতত, শুধু ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভর করে। ফলে একাধিকবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়ে ভুগতেও হয়েছে তাদের।’

এখন অবশ্য ব্যক্তিগত চমকের পরিবর্তে একটি দল হিসেবে খেলার চেষ্টা করছে পিএসজি। পরিবর্তিত কৌশলের কারণে লিগে কিছুটা ভুগতে হচ্ছে তাদের। কিন্তু উন্নতির ছাপ স্পষ্ট। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে একটি দল হিসেবেই পারফর্ম করেছে তারা, যা এখন লিগেও ফেরানোর অপেক্ষা। এর বাইরে লাঁস এবং অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচেও পিএসজি তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজির পরের ম্যাচ খেলবে মার্শেইয়ের বিপক্ষে। সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল।