আর্থিক দুরবস্থার মধ্যেও বার্সেলোনার একের পর এক খেলোয়াড় কেনা নিয়ে প্রশ্ন অনেকেই তুলেছেন। এর সঙ্গে প্রশ্ন আছে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে বার্সেলোনার আচরণ নিয়েও। অনেক সমালোচনাও হচ্ছে এ দুটি বিষয় নিয়ে। তবে সবচেয়ে ‘ভয়ংকর’ সমালোচনাটা হয়তো করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট।
আর্থিক সংকট কাটিয়ে সম্প্রতি চতুর্থ ইকোনমিক লেভার ব্যবহার করেছে বার্সেলোনা। এর মাধ্যমেই তারা খেলোয়াড় কেনা আর নতুন মৌসুমের জন্য খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এবারের দলবদলে রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, জুলস কুন্দের মতো খেলোয়াড় কিনলেও ডি ইয়ংকে ছেড়ে দিতে চাইছে বার্সা।
ডাচ মিডফিল্ডার ডি ইয়ং অবশ্য বার্সেলোনা ছাড়তে চান না। বার্সেলোনা ডি ইয়ংকে বলে দিয়েছে ক্যাম্প ন্যু ছাড়তে না চাইলে ক্লাব যে বেতন কমানোর প্রস্তাব দিয়েছে, সেটা মেনে নিতে হবে। সবকিছু মিলিয়ে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাকে ‘গর্দভ’ আর বার্সেলোনাকে ‘মাফিয়া’ বলে উল্লেখ করেছেন ফন ডার সার।
ডাচ একটি টেলিভিশনে চ্যানেলে ফন ডার ভার্ট বলেছেন, ‘অর্থ না থাকার পরও এ পৃথিবীতে কীভাবে আপনি খেলোয়াড় কেনেন? আমার কাছে এটা অপমানকর এক ব্যাপার। আর ওই যে লাপোর্তা, মোটা মাথার লোকটা সব জায়গায় শুধু হাসতে থাকে, সে নিজেকে রাজা মনে করে। আমি তো মনে করি এটা একটা গর্দভ!’
ডি ইয়ংয়ের বিষয় নিয়ে ফন ডার ভার্ট আরও বলেন, ‘আপনি মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। ফ্রেঙ্কি কি খুব বেশি আয় করে? আপনি চুক্তি করেছেন। হয় চুক্তির শর্ত পূরণ করবেন অথবা ভালোভাবে চলে যেতে দেবেন। কিন্তু এমন আচরণ করতে পারেন না।’
এরপর বার্সাকে ধুয়ে দিয়ে ফন ডার ভার্ট বলেছেন, ‘এটা (বার্সেলোনা) তো মাফিয়া। তাদের শাস্তি হওয়া উচিত। (ফুটবল) মানচিত্রে বার্সার নামটি সত্যিই খারাপ হয়ে গেছে।’