সের্হিও বুসকেতস আর উসমান দেম্বেলে নেই আগে থেকেই। এবার চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন পেদ্রি গঞ্জালেসও। কাল রাতে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগের প্লে-অফ প্রথম লেগে চোট পেয়েছেন এই মিডফিল্ডার।
বার্সেলোনার পক্ষ থেকে পেদ্রির ডান পায়ে চোট পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, চোটের তীব্রতা বুঝতে পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ডান পায়ের চোটে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে পেদ্রিকে। তেমনটি ঘটলে বেশ বিপদেই পড়বে বার্সেলোনা। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২০ বছর বয়সী পেদ্রি। এমন সময় চোটে পড়লেন, যখন জাভি হার্নান্দেজের দলের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ।
আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে প্লে-অফ ফিরতি লেগ খেলতে পারবেন না পেদ্রি। খেলতে পারবেন না রোববার লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচও।
এ ছাড়া লিগে আরও মিস করতে পারেন আলমেরিয়া (২৬ ফেব্রুয়ারি), ভ্যালেন্সিয়া (৫ মার্চ) ও অ্যাথলেটিক বিলবাওয়ের (১৩ মার্চ) বিপক্ষে ম্যাচ। বার্সার সামনের চারটি লিগ ম্যাচের দুটি ক্যাম্প ন্যুতে, দুটি প্রতিপক্ষের মাঠে। এর মাঝে সান্তিয়াগো বার্নাব্যুতে আছে ‘এল ক্লাসিকো’র লড়াইও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে সেমিফাইনাল প্রথম লেগটি হবে ২ মার্চ।
এসব ম্যাচের পাশাপাশি সম্ভাব্য তালিকায় থাকবে আরও দুটি ম্যাচ। সামনের সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে ইউরোপা লিগের শেষ ষোলোয় জায়গা করে নেবে বার্সেলোনা।
কোয়ার্টার ফাইনালে ওঠার সেই লড়াইয়ে দুটি লেগ হবে ৯ ও ১৬ মার্চ। এ দুটি ম্যাচও মিস করতে পারেন পেদ্রি। সব মিলিয়ে চোট কাটিয়ে পেদ্রির মাঠে ফিরতে চার সপ্তাহ লাগলে অন্তত ৬ ম্যাচে তাঁকে পাবে না বার্সা, যা ৮ ম্যাচ পর্যন্তও গড়াতে পারে।