দায়িত্ব ছাড়লেন মরিজিও সারি
দায়িত্ব ছাড়লেন মরিজিও সারি

লাৎসিও কোচের দায়িত্ব ছেড়েছেন সারি, ছাঁটাই হলেন বেনিতেজ

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বাজে ফর্মের কারণে লাৎসিও কোচের পদ ছেড়েছেন মরিজিও সারি। বার্তা সংস্থা এএফপি খবরটির সত্যতা যাচাইয়ে সিরি ‘আ’ ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু লাৎসিও খবরটি প্রত্যাখ্যান করেনি আবার অস্বীকারও করেনি। একই দিন সেল্তা ভিগো থেকে ছাঁটাই হয়েছেন কোচ রাফায়েল বেনিতেজও।

দলবদলের নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করেন, ‘মরিজিও সারি লাৎসিও কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বিকেলেই তিনি এ সিদ্ধান্ত ক্লাবকে জানিয়েছেন।’ বার্তা সংস্থা এএফপিও একই খবর জানিয়েছে। তবে সেখানে তারা একটু ফাঁকও রেখে দিয়েছে। ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি জানিয়েছে এএফপি।

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রমাগত বাজে পারফরম্যান্সের কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় নাম লেখানোর দৌড় থেকে ছিটকে পড়ায় লাৎসিও কোচের দায়িত্ব ছেড়েছেন সারি। সোমবার উদিনেসের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারে লাৎসিও।

২৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’ টেবিলে নবম লাৎসিও। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ আতালান্তা। ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করতে পারলে ইউরোপা কনফারেন্স লিগে খেলা নিশ্চিত হবে আতালান্তার। পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারলে নিশ্চিত হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব।

সেল্তা থেকে ছাঁটাই হলেন বেনিতেজ

এ মৌসুমে খেলা ২৮ লিগ ম্যাচের মধ্যে ১২টিতেই হেরেছে লাৎসিও। সারির দল চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম থেকেও বাদ পড়েছে। শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলের হারে বিদায় নেয় লাৎসিও। তবে শিরোপা জয় বিচারে লাৎসিওর মৌসুম এখনই শেষ হয়নি। ইতালিয়ান কাপের সেমিফাইনালে দুই লেগে জুভেন্টাসের মুখোমুখি হবে তারা।

জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জয়ের পর প্রায় এক বছর ছুটি কাটিয়েছেন ৬৫ বছর বয়সী সারি। এরপর ২০২১ সালে লাৎসিও কোচের দায়িত্ব নেন। চেলসির কোচ হিসেবে ২০১৯ সালে ইউরোপা লিগও জিতেছেন সারি।

অন্যদিকে বেনিতেজের অধীন সেল্তা আছে লা লিগা পয়েন্ট তালিকার ১৭ নম্বরে। অবনমনের শঙ্কায় থাকা দলটি আস্থা হারিয়েছে সাবেক এই লিভারপুল কোচের ওপর। যে কারণে মাঝমৌসুমেই বিদায় নিতে হচ্ছে বেনিতেজকে।