লিওনেল মেসি
লিওনেল মেসি

মেসি আগামী মৌসুমে সৌদি আরবে খেলার চুক্তি সেরে ফেলেছেন

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন। এই চুক্তির সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’ তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম প্রকাশ করেননি। অর্থাৎ সৌদি আরবে মেসি আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন, তা এখনো জানা যায়নি।

তবে গত মাসে সংবাদমাধ্যম জানিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল–হিলাল আর্জেন্টাইন তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। দাবিটি করেছিলেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।

সেই সূত্র এএফপিকে আরও বলেছেন, ‘এটা একটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের। আমরা (এই চুক্তি নিয়ে) এখন কাজ গুছিয়ে আনার পথে আছি।’ এএফপি জানিয়েছে, সংবাদমাধ্যমে এই সূত্রের কথা বলার অনুমতি নেই।

এএফপি এ বিষয়ে মেসির বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে যোগাযোগ করেছিল। ফরাসি ক্লাবটি থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে মেসির। পিএসজির অন্য এক সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে এএফপি। সেই সূত্র বলেছেন, ‘ক্লাব যদি তাঁর চুক্তি নবায়ন করতে চাইত, তাহলে এত দিনে সেটা হয়ে যেত।’

সৌদি আরবে গত জানুয়ারিতে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন মেসি। ছবিটি তখন তোলা

গত সপ্তাহে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। পরে পিএসজির অনুশীলনেও ফিরেছেন। তবে মেসি সৌদি আরবের পর্যটনদূতের দায়িত্বও পালন করছেন। ৩৫ বছর বয়সী এই তারকাকে সৌদি আরবের ক্লাব ফুটবলে আশা করেছেন অনেকেই। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের দল আল–নাসরে যোগ দেন গত জানুয়ারিতে। সৌদির ক্লাব ফুটবলে আল–নাসর ও আল–হিলাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। স্বাভাবিকভাবেই অনেকে ভেবেছিলেন, মেসি আল–হিলালে যোগ দিলে ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনের সেই পুরোনো দ্বৈরথের পুনরুত্থান ঘটবে।

আল–নাসরে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি রোনালদোর। ৩৮ বছর বয়সী রোনালদোর এই চুক্তির মূল্য ৪০ কোটি ইউরোর বেশি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। সূত্র মারফত এএফপি দাবি করেছে, মেসি ও রোনালদোর চুক্তিতে সৌদি আরব সরকারের মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা রয়েছে। এটি বিশ্বের অন্যতম স্বাধীন সম্পদশালী ফান্ড, যার সম্পদের পরিমাণ ৬২ হাজার কোটি ডলার।

কিছুদিন আগে সৌদি আরবে গিয়ে ছবিটি তুলেছিলেন মেসি। পরে পিএসজি তাঁকে নিষিদ্ধ করে

মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবের চুক্তি নিয়ে সেই সূত্র এএফপিকে আরও বলেছে, ‘এই চুক্তিতে রোনালদোর মতো অত সময় লাগেনি। কারণ, বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তির সূত্রগুলো (রেসিপি) এখন আমরা জানি। কোনো নির্দিষ্ট ক্লাব নয়, সৌদি আরব তাঁকে কিনেছে—পিআইএফ।’

রোনালদো আল–নাসরে যোগদানের পর তাঁর ক্লাব ভালো করতে পারেনি। কিংস কাপ ও সুপার থেকে বিদায় নেওয়ার পর লিগের শীর্ষস্থানও হারিয়েছে আল–নাসর।