সৌদি প্রো লিগে গতকাল রাতে আবহার বিপক্ষে ৮-০ গোলে জিতেছে আল নাসর। এ ম্যাচে ৪২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। দুটি গোলও বানিয়েছেন। সব মিলিয়ে দারুণ খেলেন ৩৯ বছর বয়সী রোনালদো। দুর্দান্ত পারফরম্যান্স করায় রোনালদোর পরিসংখ্যানেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আসুন সেগুলো জেনে নিই—