কার্লো আনচেলত্তির সঙ্গে বার্সেলোনার কোচ জাভি
কার্লো আনচেলত্তির সঙ্গে বার্সেলোনার কোচ জাভি

চাপে থাকা জাভির পাশে রিয়াল কোচ আনচেলত্তি

লা লিগা এখন মাঝপথে, চ্যাম্পিয়নস লিগ গড়িয়েছে নকআউট পর্বে। এমন সময়েই কি না ধুঁকতে শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় আগের সপ্তাহে জিরোনার কাছে ৪-২ গোলে হারার পর গতকাল ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে তারা। এর আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে হেরেছে ৩-২ গোলে

অ্যান্টওয়ার্পের কাছে হারটিতে তেমন কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি বার্সার। গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবেই শেষ ষোলোতে উঠেছে তারা। কিন্তু লা লিগায় পরপর দুই ম্যাচে হার ও ড্রয়ে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ক্যাম্প ন্যুয়ের দলটি।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা আছে তৃতীয় স্থানে। কিন্তু শীর্ষে থাকা জিরোনার চেয়ে পিছিয়ে আছে ৬ পয়েন্টে। ১৬ ম্যাচ খেলে জিরোনার পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে চতুর্থ স্থানে।

পরিস্থিতি যখন এমন, কোচ জাভি হার্নান্দেজ আছেন খুব চাপে। ভ্যালেন্সিয়া ম্যাচের আগেই জাভি বলেছিলেন, বার্সেলোনার পরিবেশ দেখে এমন মনে হচ্ছে, যেন তাঁর বাবা বা মা মারা গেছেন এবং তাঁদের শেষকৃত্য চলছে।

ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে গতকাল বার্সেলোনা পয়েন্ট হারানোর পর পরিস্থিতি নিশ্চয়ই আরও বাজে হয়েছে। অনেকে তো মনে করছেন, বার্সেলোনাতে জাভির সময় ফুরিয়ে আসছে। যদিও জাভি নিজে এমনটা এখনো ভাবছেন না।

জাভিকে গ্রেট কোচ মনে করেন কার্লো আনচেলত্তি

জাভির এমন চাপের সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। লা লিগায় আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়ার। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা ও জাভির দুর্গতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল আনচেলত্তিকে। সেই প্রশ্নের উত্তরে জাভিকে সময়ের অন্যতম সেরা কোচ বলে দাবি করেছেন রিয়ালের ইতালিয়ান কোচ।

আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সমালোচনা শোনাটা কোচদের জন্য স্বাভাবিক ব্যাপারই। আমাদের এটা মেনে নিতে হবে। ন্যায্য বা অন্যায্য হোক, অনেকেই সমালোচনা করাটাই বেছে নেয়। কোচদের শুধু ফলের মাধ্যমেই বিচার করা হয়। কেউ কোচের পদ্ধতি বা ড্রেসিংরুম সামলানোর বিষয়টি বিবেচনা করে না। জাভি এটা ভালো করেই জানে। আমার কাছে সে একজন গ্রেট কোচ।’