রিয়াল মাদ্রিদের হয়ে ২৬ গোল করেছেন করিম বেনজেমা
রিয়াল মাদ্রিদের হয়ে ২৬ গোল করেছেন করিম বেনজেমা

রিয়াল-বায়ার্ন যেখানে সবার চেয়ে এগিয়ে

লা লিগায় স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে কার্লো আনচেলত্তির দল। বুন্দেসলিগার শিরোপাদৌড়ে সবার সামনেই আছে বায়ার্ন মিউনিখ, যদিও দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান মাত্র ২ পয়েন্টের।

নিরঙ্কুশ দাপটের মৌসুম না কাটালেও একটা জায়গায় ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর তুলনায় এগিয়ে বায়ার্ন আর রিয়াল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শুধু এ দুটি দলেরই ৫ জন খেলোয়াড় ১০ বা এর বেশি গোল করেছেন। বাকিদের আক্রমণভাগ দুই বা তিনজন গোলদাতায় সীমাবদ্ধ।

রিয়ালের আক্রমণভাগে সবচেয়ে বেশি গোল করিম বেনজেমার। গতবারের ব্যালন ডি’অরজয়ী চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল ভিনিসিয়ুস জুনিয়রের।

রিয়ালের হয়ে কমপক্ষে ১০ গোল করা অপর তিন খেলোয়াড় হচ্ছেন ফেদেরিকো ভালভের্দে (১২), রদ্রিগো (১১) ও মার্কো আসেনসিও (১০)। এই পাঁচজনের পাশাপাশি রিয়ালের হয়ে ন্যূনতম একটি করে গোল করেছেন আরও ১১ জন।

বায়ার্নের হয়ে ১৭ গোল করেছেন চুপো–মোতিং

জার্মান ক্লাব বুন্দেসলিগার মোট গোলদাতা ১৮ জন। তাঁদের মধ্যে কেউ অবশ্য এককভাবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ১৭ গোল এরিক-ম্যাক্সিম চুপো-মোতিংয়ের। নিয়মিত গোলে অবদান রেখেছেন জামাল মুসিয়ালা (১৫), লেরয় সানে (১৩), সার্জ জিনাব্রি (১২) ও সাদিও মানে (১১)।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা গোল পেয়েছে ১৬ জনের কাছ থেকে। তবে বেশির ভাগই মাত্র ৫ গোলের নিচে। সর্বোচ্চ ২৭ গোল পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির। আর কেউ গোলের দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ গোল রাফিনিয়ার, উসমান দেম্বেলের গোল ৮টি।

আর্সেনালের অন্যতম নায়ক মার্টিন ওডেগার্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে শীর্ষে আর্সেনাল। মিকেল আরতেতার দলের হয়ে ১০ গোলের বেশি করেছেন তিনজন—গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (১৪), বুকায়ো সাকা (১৩) ও মার্টিন ওডেগার্ড (১১)। শিরোপা–লড়াইয়ে আর্সেনালকে চাপের মধ্যে রাখা ম্যানচেস্টার সিটি অবশ্য আর্লিং হলান্ডেই বেশি ভর করেছে। নরওয়েজীয় তারকা একাই করেছেন ৪৭ গোল।

ইংলিশ লিগে সময় এখন আর্লিং হলান্ডের

হলান্ডের আড়ালে ঢাকা পড়ে যাওয়া আরও তিনজন আছেন, যাঁদের গোল দশের বেশি—হুলিয়ান আলভারেজ (১৪), ফিল ফোডেন (১৩), রিয়াদ মাহারেজ (১২)।
ফ্রেঞ্চ লিগের দল পিএসজির সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে (৩২), লিওনেল মেসি (২০) আর নেইমার (১৮)। সিরি এ-তে শিরোপা–লড়াইয়ে শীর্ষে থাকা নাপোলির প্রধান গোলদাতা ভিক্টর ওশিমেন (২৫) ও খাবিচা কাভারেসখেইলা (১৪)।