ভিনিসিয়ুসকে কোনো পরামর্শ দেননি আনচেলত্তি
ভিনিসিয়ুসকে কোনো পরামর্শ দেননি আনচেলত্তি

বলছেন আনচেলত্তি

‘আমি ভিনিসিয়ুসের বাবাও না, ভাইও না’

পেলে থেকে নেইমার, জাতীয় দল থেকে ক্লাব—বর্ণবাদের শিকার হওয়ার পর থেকে কে না ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়িয়েছে! এমনকি আজ যে প্রতিপক্ষের মুখোমুখি হবে রিয়াল, নগর প্রতিদ্বন্দ্বী সেই আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারো মোরাতাও ভিনিসিয়ুসের পক্ষেই কথা বলেছেন।

পুরো ফুটবল দুনিয়া যখন এই বিষয় নিয়ে কথা বলছে, তখন রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নাকি এ নিয়ে কোনো কথাই হয়নি। মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কার্লো আনচেলত্তি।

ভিনিসিয়ুসের পাশে আছেন সবাই

মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেছেন, ‘সাধারণত এমন বর্ণবাদী আচরণ স্পেনে দেখা যায় না। এ নিয়ে ক্লাব ও ভিনিসিয়ুস যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে আমি পুরোপুরি একমত। আর আমরা ড্রেসিংরুমে বর্ণবাদ নিয়ে কোনো কথাই বলিনি। আমরা শুধু ফুটবল নিয়েই কথা বলেছি। তবে ও ভালো আছে, আর সবার মতো কঠোর পরিশ্রম করছে।’

ইতালিয়ান এ কোচ ভিনিসিয়ুসকে এই বিষয়ে কোনো উপদেশও দিতে চান না। আনচেলত্তি মনে করেন উপদেশ দেওয়ার কাজটা শুধু বাবা ও ভাইয়ের। তবে এমন ঘটনা যে ভিনিসিয়ুসের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না, সে ব্যাপারে নিশ্চিত রিয়াল মাদ্রিদের কোচ, ‘বর্ণবাদের ঘটনা তার খেলায় কোনো প্রভাব ফেলবে না। তাকে আমি সব সময়ের মতো হাসিখুশিই দেখছি। আমি ওর বাবা কিংবা ভাই কোনোটাই না, ওকে আমার উপদেশ দেওয়ার দরকার নেই।’

গোল করে নাচতে ভালোবাসেন ভিনিসিয়ুস

স্পেনের ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের (এইএএফ) প্রধান পেদ্রো ব্রাভো গত বৃহস্পতিবার ভিনিসিয়ুসের গোল উদ্‌যাপনের ধরনের সমালোচনা করলে মূলত বিপত্তিটা বাধে। দেশটির টিভি শো ‘চিরিনগুইতো শো’তে ভিনিসিয়ুসের উদ্‌যাপনকে বানরের মতো উল্লেখ করে ব্রাভো বলেছেন, ‘প্রতিপক্ষকে সম্মান করতে হবে। নাচতে চাইলে ব্রাজিলে যাও। স্পেনে বানরের মতো আচরণ থামিয়ে প্রতিপক্ষকে সম্মান করতে হবে।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। ব্রাভোর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে তাঁকে ধুয়ে দিতে শুরু করেন সবাই। নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেজ অভিযুক্ত ওই ফুটবল এজেন্টের গ্রেপ্তারের দাবিও করেছেন। সমালোচনার মুখে পেদ্রো ব্রাভো অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।