মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের শুরুর দিনই মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ভারত ৫-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। ম্যাচের ৪৩ মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির ঠিক আগে দিয়ে পাকিস্তান পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-১ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) পাকিস্তান দ্বিতীয় গোল (৪-২) করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু ৭৭ মিনিটে পঞ্চম গোলটি (৫-২) করে পাকিস্তানের আশায় জল ঢেলে দেয় ভারত। দ্বিতীয়ার্ধে পাকিস্তান ভারতকে বেশ চাপেই রেখেছিল। দুটি সহজ গোলের সুযোগও নষ্ট করে তারা।
ম্যাচের পঞ্চম মিনিটেই ভারতকে এগিয়ে দেন গ্রেস দাংমে। ১৭ মিনিটে মনীশা করেন দ্বিতীয় গোল। ৩৬ মিনিটে তৃতীয় গোলটি করেন বালা দেবী। ৪৩ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রেস। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন পাকিস্তানের সুহা হিরানি। ৪৭ মিনিটে পাকিস্তানের দ্বিতীয় গোল আসে কায়লা মারি সিদ্দিকের পা থেকে। ৭৭ মিনিটে ভারতের পঞ্চম গোল করেন বদলি খেলোয়াড় জ্যোতি চৌহান।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকালই নেপাল পৌঁছেছে। ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৩ অক্টোবর।