ম্যানচেস্টার সিটির অনুশীলনে আর্লিং হলান্ড ও কোচ পেপ গার্দিওলা
ম্যানচেস্টার সিটির অনুশীলনে আর্লিং হলান্ড ও কোচ পেপ গার্দিওলা

মাদ্রিদের সাংবাদিকেরা হলান্ডকে নিয়ে আমাদের চেয়ে বেশি জানেন, গার্দিওলার খোঁচা

আলোচনাটা আগে থেকেই ছিল। আগেও একাধিকবার আর্লিং হলান্ডের রিয়াল মাদ্রিদে যেতে চাওয়ার খবর সংবাদের শিরোনাম হয়েছে। তবে এই জানুয়ারিতে যেন খবরটা একটু জোরেশোরেই শোনা গেছে। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা যত ফিকে হচ্ছে, হলান্ডকে ঘিরে গুঞ্জনও ততই বাড়ছে। জানুয়ারির শুরুতেও ইউরোপের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পেকে না পেলে হলান্ডের দিকে হাত বাড়াবে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

এর মধ্যে সংবাদমাধ্যমে হলান্ডের নিজের রিয়ালে যাওয়ার আগ্রহ এবং সিটিতে তাঁর সুখে না থাকার গুঞ্জনও সামনে এসেছে। সব মিলিয়ে এবার বিষয়টি নিয়ে মুখ খুলতে হলো সিটি কোচ পেপ গার্দিওলাকে। হলান্ডের সিটি ছাড়তে চাওয়া কিংবা ক্লাবটিতে তাঁর অসুখী থাকার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গার্দিওলা। এ সময় মাদ্রিদের সংবাদমাধ্যমগুলোর সমালোচনাও করেন সিটি কোচ।

সম্প্রতি ‘এএস’সহ মাদ্রিদভিত্তিক একাধিক সংবাদমাধ্যম জানায়, হলান্ডের কাছের মানুষের বিশ্বাস নরওয়েজীয় স্ট্রাইকারকে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারগুলো জিততে হলে রিয়ালেই যেতে হবে। গত মৌসুমে রেকর্ড ৫২ গোল করে এবং সিটিকে ঐতিহাসিক ‘ট্রেবল’ জিতিয়েও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেননি হলান্ড। পুরস্কারটি উঠেছে মেসির হাতে। এর পর থেকেই মূলত আলোচনাটি বেশি গুরুত্বসহকারে সামনে এসেছে।

চোট কাটিয়ে এখন ফেরার প্রক্রিয়ায় আছেন হলান্ড

সংবাদমাধ্যমের এমন দাবিকে উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি জানি না, আপনাদের উচিত মাদ্রিদের সংবাদমাধ্যমকে জিজ্ঞাসা করা। সম্ভবত তাদের কাছে আমাদের চেয়ে বেশি তথ্য আছে। সে অসুখী, এমনটা আমরা কখনো অনুভব করিনি। সে অসুখী ছিল; কারণ, চোটের কারণে দুই মাস খেলতে পারেনি। তবে স্পেনের সংবাদমাধ্যম বিশেষ করে মাদ্রিদেরগুলোর কাছে সম্ভবত আমাদের চেয়ে বেশি তথ্য আছে।’

গার্দিওলা আরও বলেছেন, ‘আমরা বলতে পারি না যে সে দ্রুত মানিয়ে (২০২২ সালের গ্রীষ্মে দলে যোগ দেন) নিতে পারেনি এবং সে এখানে আসার পর থেকে ভালো নেই। তবে মানুষ যা বলে আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি না। যেটা গুরুত্বপূর্ণ, সে সুখে আছে। আর যখন সে অসুখী থাকবে, তখন সে নিজেই সিদ্ধান্ত নেবে।’

চোট কাটিয়ে গত বুধবার বার্নলির বিপক্ষে ৩–১ গোলে জেতা ম্যাচ দিয়ে দলে ফিরেছেন হলান্ড। সেই ম্যাচে ২০ মিনিট মাঠে ছিলেন এ স্ট্রাইকার। অল্প সময় মাঠে থাকলেও তাঁর পারফরম্যান্সে খুশি গার্দিওলা। হলান্ডের ফেরা নিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

সিটি নিজেদের পরের ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের মাঠে। যেখানে গত মৌসুমের শেষ ম্যাচে ১–০ গোলে হেরেছিল সিটি। ব্রেন্টফোর্ড প্রতিপক্ষ হিসেবে কতটা কঠিন, তা জানিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমরা জানি, অতীতে এটা কতটা কঠিন ছিল। আমরা যখনই জিতেছি, কষ্ট করে জিততে হয়েছে এবং গত মৌসুমে আমরা দুটি ম্যাচ হেরেছি। যেভাবে তারা খেলে, বেশ কঠিন একটি দল। এটা আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ।’