রিয়াল মাদ্রিদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দাম সবচেয়ে বেশি
রিয়াল মাদ্রিদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দাম সবচেয়ে বেশি

রিয়াল মাদ্রিদ যখন বাজারমূল্যে এগিয়ে

রিয়াল মাদ্রিদে যত চুক্তিভুক্ত খেলোয়াড় আছেন, তাঁদের সবাইকে কিনবেন? কিংবা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সব খেলোয়াড়?

কাগজে-কলমে একটা ক্লাবের সব খেলোয়াড় কেনা সম্ভব, কিন্তু বাস্তবতা ভিন্ন। এর চেয়ে পুরো একটি ক্লাবই কিনে নেওয়া সহজ। যদিও অর্থ, সময় আর কর্মযজ্ঞ তাতে কয়েক গুণ বেশিই লাগে।

কিন্তু সত্যিই যদি কোনো একটি দল অন্য একটি ক্লাবের সব খেলোয়াড় কিনে নিতে চায়, আর সেটা রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি থেকে, কেমন হতে পারে ব্যাপারটা? কেমন খরচ হতে পারে?

বিশ্বের ৬০টি লিগের ক্লাবগুলোর চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দলবদল মূল্য (ট্রান্সফার ভ্যালু) নিয়ে একটি তালিকা তৈরি করেছে সিআইইএস ফুটবল অবজারভেটরি। সুইজারল্যান্ডভিত্তিক ফুটবলবিষয়ক প্রতিষ্ঠানটি বলছে, বর্তমান বাজারে সবচেয়ে বেশি দাম রিয়াল মাদ্রিদ স্কোয়াডের। স্প্যানিশ ক্লাবটির ৩৪ জন খেলোয়াড়ের মোট ট্রান্সফার ভ্যালু ১৭২.৮০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৫৭১ কোটি টাকার বেশি।

হিসাবটি করা হয়েছে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়ে, এ ক্ষেত্রে ধারে অন্য ক্লাবে পাঠানো হলেও বিবেচনায় নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গড় দলবদল-মূল্যও সবচেয়ে বেশি। প্রতিটি খেলোয়াড়ের দাম পড়ে ৫ কোটি ৮০ লাখ ইউরো করে। খেলোয়াড়দের দলবদল-মূল্যে রিয়ালের পরেই অবস্থান ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের সর্বশেষ চারবারের চ্যাম্পিয়নদের ৩৯ জনের বাজারমূল্য ১৪৭.১০ কোটি ইউরো। গড়ে প্রতি খেলোয়াড়ের জন্য খরচ হবে ৩ কোটি ৭৭ লাখ ইউরো।

গত এক দশকের সাফল্য বিবেচনায় নিলে সিটি ও রিয়ালের ধারেকাছে নেই চেলসি। তবে প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতেও আছে অনেক দামি খেলোয়াড়। বর্তমানে চেলসির খেলোয়াড়দের মোট দলবদল মূল্য ১৩৮.৮ কোটি ইউরো। এ ক্ষেত্রে বড় ভূমিকা অবশ্য খেলোয়াড় সংখ্যায়। চেলসিতে বর্তমানে চুক্তিবদ্ধ খেলোয়াড় ৫৪ জন, যাঁদের কয়েকজনকে ধারে বিভিন্ন ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ ১০০ দলের মধ্যে চেলসির মতো এত বেশি খেলোয়াড় আর কারও নেই।

শীর্ষ ১০ দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ জন খেলোয়াড় আছে বার্সেলোনার। প্রতিটি খেলোয়াড়ের গড় মূল্য ২.৮১ কোটি করে মোট দাম ১১২.৪ কোটি ইউরো। বার্সেলোনা আছে দামি ক্লাবের তালিকায় পাঁচ নম্বরে। চার নম্বরে আছে ইংলিশ ক্লাব আর্সেনাল, যে দলের ৩৪ খেলোয়াড়ের দাম ১২২.৫ কোটি ইউরো।

সেরা পাঁচ লিগের মধ্যে ফ্রান্সে সবচেয়ে দামি পিএসজি। কাতারি মালিকানাধীন ক্লাবটির ৩৪ খেলোয়াড়ের দলবদল মূল্য ১০৮.৮ কোটি ইউরো, তলিকায় দলটির অবস্থান সাতে।

জার্মান ক্লাবগুলোর মধ্যে লেভারকুসেনের স্কোয়াড সবচেয়ে দামি

বিস্ময়করভাবে জার্মানির সবচেয়ে দামি স্কোয়াডটি দুই সফল দল বায়ার্ন মিউনিখ বা ডর্টমুন্ডের নয়। ২৭ খেলোয়াড়ের ৮৬.২ কোটি ইউরো নিয়ে জার্মানিতে সবচেয়ে দামি বায়ার লেভারকুসেন। গত বছর বুন্দেসলিগা জেতার পর দলগুলোর খেলোয়াড়দের চাহিদা কতটা বেড়েছে, সেটিই ফুটে উঠেছে এই হিসাবে।

ইতালির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দামি ইন্টার মিলানের স্কোয়াড—৪১ খেলোয়াড়ের মোট দাম ৮০ কোটি ইউরো।