বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন
বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভুটানের বিপক্ষে সেমিফাইনালের আগে অনুশীলনে নেই সাবিনা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ। কিন্তু ফাইনালে ওঠার ম্যাচের আগের দিন অনুশীলনে নেই অধিনায়ক সাবিনা খাতুন। আজ দুপুরে কাঠমান্ডুর আর্মি হেড কোয়াটার্স মাঠে বাংলাদেশ দল সাবিনাকে ছাড়াই অনুশীলনে আসে।

মাঠে টিম ম্যানেজমেন্টের একজন জানালেন, সাবিনার হালকা ব্যথা আছে। তবে সেমিফাইনালে খেলা নিয়ে খুব বেশি অনিশ্চয়তা নেই বলেও জানান তিনি। অনুশীলন শেষে দলের প্রধান কোচ পিটার বাটলার বলেছেন, ‘সাবিনার হালকা জ্বর আছে। জ্বর না থাকলে আগামীকাল সে খেলতে পারবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে তার অবস্থা দেখে। সাবিনা না খেলতে পারলেও তার বিকল্প আমাদের হাতে আছে।’

নেপালে সতীর্থদের সঙ্গে সাবিনা

গত সাফেও সেমিফাইনালে ভুটানকে পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৮-০ গোলে জিতে ফাইনালে ওঠে বাংলাদেশ। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সাবিনা। ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার সাফ শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। সেই শিরোপা জয়ে সাবিনা রাখেন বড় অবদান। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেন, হয়েছেন টুর্নামেন্ট–সেরাও।

কাঠমান্ডুতে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাবিনাকে ৬৯ মিনিটে তুলে নেন কোচ। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অবশ্য পুরো সময়ই খেলেছেন তিনি। সে ম্যাচে বেশ ভালোও খেলেছেন সাবিনা।

আগামীকাল সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।