লিওনেল মেসির জন্য সমর্থকদের পাগলাটে কাণ্ড বা কান্নার ঘটনা নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হার বা ২০২১ সালে এসে কোপা জয়—কষ্ট বা আনন্দে চোখ ভিজিয়েছেন হয়তো অনেকেই। হয়তো মেসিও জানেন সেসব। তবে আর্জেন্টাইন কিংবদন্তি এবার সাক্ষী হলেন অন্য রকম এক কান্নার। তাঁর সাক্ষাৎকার নিতে এসে কেঁদে দিয়েছেন এক সাংবাদিকই!
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার ডিরেক্ট টিভি স্পোর্টসের সাংবাদিক পাবলো গিয়ারাল্টের কান্নার ভিডিও। মেসির সাক্ষাৎকার নেবেন—এমন স্বপ্ন ছিল তাঁর অনেক দিন ধরে।
সে স্বপ্ন সত্যি হওয়ার পর চোখের জল আর আটকে রাখতে পারেননি। ভেজা চোখে পাবলো মেসিকে বলেছেন, ‘সারা জীবন ধরে স্বপ্ন দেখেছি। কখনো ভাবিনি এতটা সৌভাগ্য আমার হবে—আপনার সঙ্গে আমার গল্প, ভালোবাসা ভাগ করে নেব। আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।’
গিয়ারাল্টের কান্না দেখে শুরুতে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মেসিও। কী করবেন, শুরুতে যেন বুঝে উঠতে পারছিলেন না। তবে পাবলোর চোখের জলের আবেগ ঠিকই ছুঁয়ে গেছে মেসিকেও।
এমন ভালোবাসা পেয়ে আর্জেন্টিনা ও সারা বিশ্বের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মেসি, ‘অসংখ্য ধন্যবাদ। আপনার মতো কারও সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি রোমাঞ্চিত। আর্জেন্টিনা ও সারা বিশ্বে অসংখ্য মানুষ আছে, যারা সব সময় আমার পাশে থাকে, আমার প্রশংসা করে—সেটা একজন ফুটবলার হিসেবে ও একজন মানুষ হিসেবে। এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’
পাবলো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে তাঁর এই মুহূর্ত শেয়ার করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে পেরে বেশ খুশি। আপনার উষ্ণতা ও সরলতার জন্য ধন্যবাদ, লিও। আপনি আসলেই অনেক বড়। ভালোবাসি লিও।’