হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ
হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ

চ্যাম্পিয়নস লিগ

৬ মিনিটে সালাহর ৩, রেঞ্জার্সের জালে লিভারপুলের ৭

শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর দুঃস্বপ্নই হয়তো দেখতে শুরু করেছিল লিভারপুল সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে যে একেবারেই ছন্দে ছিল না ইয়ুর্গেন ক্লপের দল। তবে কে জানত,  এই ম্যাচে অপেক্ষায় ছিল অন্য কিছু। রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে লিভারপুর।

এরপর দ্বিতীয়ার্ধে স্কটিশ প্রতিপক্ষকে রীতিমতো নাকাল করে ছেড়েছেন সালাহ-ফিরমিনোরা। এই অর্ধে রেঞ্জার্সের জালে ৬ বার বল জড়ায় ইংলিশ ক্লাবটি। যেখানে ৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ। জোড়া গোল করেছেন ফিরমিনো। একটি করে গোল এসেছে দারউইন নুনিয়েজ ও হার্ভে এলিয়টের কাছ থেকে। ম্যাচে লিভারপুলের জয় ৭-১ গোলে।

এ ম্যাচে শুরুর একাদশেই ছিলেন না সালাহ। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় বেশ ভুগছিলেনও। সালাহর বেঞ্চে থেকে শুরু করা তাই একেবারে চমকও ছিল না। ম্যাচের ৬৮ মিনিটে নুনিয়েজেরে বদলে মাঠে নামেন এই মিসরীয় ফরোয়ার্ড। তখনই অবশ্য ম্যাচে ৩-১ গোলে এগিয়ে ছিল লিভারপুল।

জোড়া গোল করেছেন ফিরমিনো

এরপর সালাহ মাঠে নেমে যা করলেন তা স্রেফ তাণ্ডব। শুরুটা করেন ম্যাচের ৭৫ মিনিটে। ডি-বক্সের ভেতর দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সালাহ। ৫ মিনিট পর আবার সালাহ জাদু।

প্রতিপক্ষের তিন খেলোয়ড়ের ফাঁদ এড়িয়ে বলকে জালের ঠিকানা খুঁজে দেন সালাহ। ১ মিনিট পর সালাহ যে গোলটি দিলেন সেটি আগের গোলেরই প্রতিচ্ছবি যেন। ফিনিশিংয়ের জাদুতে দলকে ৬-১ গোলে এগিয়ে দেন। পরে সালাহ-জাদুর রেশ কাটার আগেই ব্যবধান ৭-১ করেন হার্ভে এলিয়ট।

এর আগে লিভারপুলের জন্য ম্যাচের শুরুটা হয়েছিল ভুলে যাওয়ার মতোই। সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচে শুরুতে গোল খেয়ে পিছিয়ে গিয়েছিল তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকটা আনমার্ক অবস্থায় থাকা স্কড অ্যারফিল্ড দারুণ এক শটে বলকে জালের পথ দেখান।

নুনিয়েজের উদ্‌যাপন

শুরুর এই গোলটিই যেন তাতিয়ে দেয় লিভারপুলকে। কর্নার থেকে হেডে লক্ষভেদ করেন ফিরমিনো। প্রথমার্ধে অবশ্য  সমতাতেই সন্তুষ্ট থাকতে হয়। বিরতির পর ফিরমিনো এবং নুনিয়েজ গোল করে ব্যবধান ৩-১ করেন। এরপর বাকিটা সালাহ-শো। এই ম্যাচে হ্যাট্রটিক করে নতুন এক রেকর্ডও গড়েছেন সালাহ।

চ্যাম্পিয়নস লিগে কোনো ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন সালাহ। (৩৮)। এ যাত্রায় তিনি টপকেছেন চেলসি কিংবদন্তি দিদিয়ের দ্রগবা এবং ম্যানচেস্টার সিটির আরেক কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে। দুজনই করেছিলেন ৩৬ টি করে গোল।

বড় জয়ের পরও নাপোলির নিচেই থাকতে হচ্ছে লিভারপুলকে। ৪ ম্যাচে নাপোলির পয়েন্ট ১২, সমান ম্যাচে লিভারপুলের ৯ ও আয়াক্সের পয়েন্ট ৩।