ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে দুটির শিরোপা মীমাংসা এরই মধ্যে হয়ে গেছে। স্পেনে লা লিগা জিতেছে বার্সেলোনা, ইতালিতে সিরি ‘আ’ জিতেছে নাপোলি। এখনো ঝুলে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা আর ফ্রেঞ্চ লিগ আঁর চূড়ান্ত সমীকরণ।
এর মধ্যে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি আর লিগ আঁ-তে পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ঘাড়ে নিশ্বাস ফেলছে বরুসিয়া ডর্টমুন্ড।
নিজ লিগের দলগুলোকে টেক্কা দিয়ে কেউ শিরোপা জিতেছে, কেউবা জেতার পথে আছে। প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতার মান, ম্যাচসংখ্যা আর পারিপার্শ্বিক নানা কারণে এক লিগ চ্যাম্পিয়নের পাল্লায় আরেক লিগ চ্যাম্পিয়নকে মাপা কঠিন। বোঝা কঠিন, পাঁচ লিগের দলগুলোর মধ্যে দাপুটে ফুটবলে কে বেশি এগিয়ে। এ ক্ষেত্রে তুলনামূলক বিশ্লেষণের সহজবোধ্য মাধ্যম হতে পারে ম্যাচপ্রতি অর্জিত পয়েন্ট। যেকোনো লিগে শীর্ষে থাকা দলটি কত ম্যাচ খেলেছে, আর গড়ে কত পয়েন্ট করে তুলতে পেরেছে—সেটিই এই বিশ্লেষণের মূল ভিত্তি।
এরই মধ্যে শিরোপার মীমাংসা হয়ে দুটি লিগ দিয়েই শুরু করা যাক। লা লিগায় চার ম্যাচ বাকি থাকতেই লিগ জিতেছে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দলটি এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ২৭টিতে জিতেছে। বাকি সাতটির চারটিতে ড্র আর তিনটিতে হার। সব মিলিয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৮৫-তে। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ থাকে ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১। জয়, ড্র আর হার মিলিয়ে বার্সেলোনার ম্যাচপ্রতি পয়েন্ট দাঁড়াচ্ছে ২.৫০। অর্থাৎ সম্ভাব্য পয়েন্টের ৬ ভাগের ৫ ভাগই তুলে নিতে পেরেছে বার্সেলোনা।
লিগ জয়ের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে ৪ বছর, আর ইতালিতে নাপোলির অপেক্ষাটা ছিল ৩৩ বছরের। ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নেপলসের ক্লাবটি সিরি ‘আ’ জিতেছে ৪ ম্যাচ বাকি থাকতে। এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২৬টিতে জিতেছে নাপোলি, ড্র আছে ৫টি। সব মিলিয়ে নাপোলির ম্যাচপ্রতি পয়েন্ট ২.৩৭১।
অতিনাটকীয় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগে শিরোপা হাতে তোলার অপেক্ষায় আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে সিটি, ম্যাচও খেলেছে একটি কম। আর্সেনাল এরই মধ্যে ৩৬ ম্যাচ খেলে ফেলেছে বলে সিটি নিজেদের পরের ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন। পেপ গার্দিওলার দল এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২৭টিতে জয় আর ৪টিতে ড্র করেছে। সব ম্যাচ মিলিয়ে সিটির গড় পয়েন্ট ২.৪২৮।
প্রিমিয়ার লিগে সিটি যেমন, ফ্রেঞ্চ লিগ আঁ-তে তেমনই অপেক্ষায় পিএসজি। এ পর্যন্ত ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্র মিলিয়ে মোট ৮১ পয়েন্ট তুলেছে ফরাসি ক্লাবটি। ম্যাচপ্রতি পয়েন্ট দাঁড়ায় ২.৩১৪ করে।
জার্মানির বুন্দেসলিগায় শিরোপা-দৌড়ে আছে দুটি দল। ১৮ ক্লাবের এই লিগে ৩২টি করে ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্নের পয়েন্ট ৬৮, ডর্টমুন্ডের ৬৭। উভয় দলের চারটি করে ম্যাচ বাকি বলে শিরোপার লড়াইটা শেষ মুহূর্ত পর্যন্ত থাকছে। এই মুহূর্তে বায়ার্নের ম্যাচপ্রতি পয়েন্ট ২.১২৫ আর ডর্টমুন্ডের ২.০৯৩।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শীর্ষ দলের খতিয়ান বলছে, সবচেয়ে বেশি ম্যাচপ্রতি ২.৫০ পয়েন্ট করে তুলেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি (২.৪২৮)। পরের স্থানগুলোয় যথাক্রমে নাপোলি (২.৩৭১), পিএসজি (২.৩১৪) ও বায়ার্ন (২.১২৫)।