ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশার মৌসুমে সঙ্গী হয়েছে আরেকটি হার। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ফুলহামের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড।
রেড ডেভিলদের সেদিনের হারের যন্ত্রণা আরও বাড়িয়েছে ফুলহামের পোস্ট করা একটি টিকটক ভিডিও, যা নিয়ে বেজায় চটেছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সেই ভিডিও পোস্ট করার জন্য ফুলহামকে তিনি ক্ষমাও চাইতে বলেছেন।
ম্যাচে একটি শট নেওয়ার মুহূর্তে ফুলহাম মিডফিল্ডার সাসা লুকিচের সঙ্গে হালকা সংস্পর্শ হতেই পড়ে যান ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এরপর ফার্নান্দেজ কিছুক্ষণ তাঁর বাঁ পা চেপে ধরে মাঠে গড়াগড়ি করতে থাকেন। ২৯ বছর বয়সী পর্তুগিজ তারকা হয়তো ভেবেছিলেন, তাঁকে গড়াগড়ি করতে দেখে রেফারি ফাউলের বাঁশি বাজাবেন।
কিন্তু রেফারির মনে হয়েছে, লুকিচ ফার্নান্দেজকে ফাউল করেননি। তাই খেলা চালিয়ে যেতে বলেন। কয়েক সেকেন্ড পরই ফার্নান্দেজ দ্রুত উঠে দাঁড়ান এবং সতীর্থের কাছ থেকে বল চান।
ফার্নান্দেজের ওই কাণ্ড নিয়েই একটি ভিডিও বানিয়েছে ফুলহাম। লন্ডনের ক্লাবটি ১৫ সেকেন্ডের সেই ভিডিও টিকটকে পোস্ট করেছে। ব্যাকগ্রাউন্ডে একটি মৃদু ও হাস্যরসের ক্ষেত্রে ব্যবহার করা মিউজিকও জুড়ে দিয়েছে। ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘তিনি (ফার্নান্দেজ) ঠিক আছেন বলে অনেক আনন্দিত।’
গতকাল সংবাদ সম্মেলনে টেন হাগের কাছে সেই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। ফার্নান্দেজ এখন খেলার পাশাপাশি অভিনয় করেও সুনাম কুড়াতে চাইছেন কি না—এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা।
জবাবে টেন হাগ রাগান্বিত কণ্ঠে বলেন, ‘এ (টিকটক ভিডিওর) ব্যাপারে আমার জানা নেই। কিন্তু ওরা যদি এটা বানিয়ে থাকে, তাহলে আমি বলব কাজটা ঠিক করেনি। কোনো ক্লাবের এমনটা করা মোটেও শোভা পায় না। কারণ, এটা পুরোপুরি নিয়মবহির্ভূত এবং ওরা এটা করে ভুল করেছে। ওদের ক্ষমা চাওয়া উচিত।’
টেন হাগ পাল্টা দাবি করেছেন ফার্নান্দেজের সঙ্গে লুকিচের সেই মৃদু সংস্পর্শ ফাউল ছিল, ‘শনিবারের ম্যাচে ওইটা নিশ্চিত ফাউল ছিল। সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম এটিকে ভুলভাবে বিচার করছে এবং ওকে (ফার্নান্দেজকে) দোষারোপ করছে। সে খুবই উদ্যমী ও সৃজনশীল ফুটবল খেলোয়াড়। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি (গোলের) সুযোগ সৃষ্টি করেছে। প্রতিপক্ষের খেলোয়াড়েরা ওকে লক্ষ্যবস্তু বানিয়েছে। আমি মনে করি, রেফারিদের ওকে রক্ষা করা উচিত।’
প্রিমিয়ার লিগে রোববার নিজেদের পরবর্তী ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।