ম্যানচেস্টার সিটি এফএ কাপের শিরোপা জয়ের পর কোচ পেপ গার্দিওলা ও অধিনায়ক ইলকায় গুন্দোয়ান
ম্যানচেস্টার সিটি এফএ কাপের শিরোপা জয়ের পর কোচ পেপ গার্দিওলা ও অধিনায়ক ইলকায় গুন্দোয়ান

গুন্দোয়ানের রেকর্ড, ওয়েঙ্গার–ফার্গুসনের পর গার্দিওলা

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে গতকাল এফএ কাপের শিরোপা জিতে ঘরোয়া ডাবল পূর্ণ করেছে ম্যানচেস্টার সিটি। এখন তাদের স্বপ্ন, ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়। ডাবল জিততে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিয়েই দারুণ কিছু কীর্তিতে নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি, দলটির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান ও কোচ পেপ গার্দিওলা।
১৩

এফএ কাপের ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড এখন ইলকায় গুন্দোয়ান। এর আগে রেকর্ডটি ছিল লুইস সাহার। ২০০৯ সালে এভারটনের হয়ে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

৩২

১৯৫৮ সালের পর এফএ কাপের ফাইনালে জোড়া গোল করা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় এখন ইলকায় গুন্দোয়ান। তিনি জোড়া গোল করেছেন ৩২ বছর ২২২ দিনে। এর আগে রেকর্ডটি ছিল ন্যাট লফটহাউজের (৩২ বছর ২৪৯ দিন)।

এফএ কাপের ফাইনালে এই প্রথম দুই দলের শুরুর একাদশে নামা অধিনায়কই গোল করেছেন।

ইংলিশ ফুটবলে তৃতীয় কোচ হিসেবে এক মৌসুমে লিগ ও এফএ কাপের ডাবল একাধিকবার জিতেছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ এর আগে ঘরোয়া ডাবল জিতেছেন ২০১৮–১৯ মৌসুমে। এর আগে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার (১৯৯৭–৯৮ ও ২০০১–০২) এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসন (১৯৯৩–৯৪, ১৯৯৫–৯৬ ও ১৯৯৮–৯৯) একই কীর্তি গড়েছেন।

১৫০

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির গোল। ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো ক্লাবের এই কীর্তি চতুর্থবারের মতো। বাকি তিনবারও ম্যান সিটিই এটা করেছে (২০১৩–১৪ মৌসুমে ১৫৬ গোল, ২০১৮–১৯ মৌসুমে ১৬৯ ও গত মৌসুমে ১৫০ গোল)।

এফএ কাপের ফাইনালে সবচেয়ে বেশি হারা দল ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ৫ ফাইনালের ৪টিতেই হেরেছে তারা।