চেলসির কোচ হতে পারেন মরিসিও পচেত্তিনো
চেলসির কোচ হতে পারেন মরিসিও পচেত্তিনো

চেলসির দায়িত্ব নেবেন, তাই সঙ্গীদের নাকি ব্যাগ গোছাতে বলেছেন আর্জেন্টাইন কোচ

গ্রাহাম পটারকে ছাঁটাই করার পর এখন পর্যন্ত চেলসি কোচের পদটা খালিই আছে। ভারপ্রাপ্ত কোচ হিসেবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দিয়ে কাজ চালিয়ে নিলেও নতুন কোচের সন্ধানে আছে স্টামফোর্ড ব্রিজের দলটি।

এর মধ্যে অবশ্য ইউলিয়ান নাগলসমানসহ একাধিক নাম শোনা গেলেও কাউকেই চূড়ান্ত করতে পারেনি চেলসি। তবে দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি যদি সত্য হয়, তাহলে চেলসি নিজেদের পরবর্তী কোচ পেয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রোমানো দাবি করেছেন, চেলসির পরবর্তী কোচের দায়িত্ব নিচ্ছেন মরসিও পচেত্তিনো। গত বছরের ৫ জুলাই পিএসজি থেকে ছাঁটাই হন আর্জেন্টাইন এই কোচ। এরপর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি। মাঝে বেশ কিছু ক্লাব নিয়ে তাঁর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোথাও যাননি। তবে রোমানো বলছেন, প্রায় এক বছরের বিরতি শেষ করে ফের কোচিংয়ে ফিরতে যাচ্ছেন পচেত্তিনো।

চেলসির সঙ্গে তাঁর আলাপও নাকি অনেক দূর এগিয়ে গেছে। এখনো চূড়ান্ত না হলেও চুক্তিটা সম্পন্ন হওয়া শুধুই সময়ের অপেক্ষা বলেও জানিয়েছেন রোমানো। তিনি লিখেছেন, ‘স্টাফদের পচেত্তিনো প্রস্তুত হতে বলেছেন। শুক্রবার থেকেই সে নিশ্চিতভাবে ফেবারিট। চেলসি খুব শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

২০১৪ সালে টটেনহামের দায়িত্ব নেওয়ার পর মূলত আলোচনায় আসেন পচেত্তিনো। ২০১৯ সাল পর্যন্ত টানা ৫ বছর স্পারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কোচ। এ সময়ে কোনো শিরোপা জিততে না পারলেও তাঁর সবচেয়ে বড় অর্জন ২০১৮-১৯ সালে টটেনহামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত অবশ্য শিরোপা জিততে পারেনি টটেনহাম।

গুঞ্জন আছে, চেলসির দায়িত্ব নিতে সঙ্গীদের প্রস্তুত থাকছেন বলেছেন পচেত্তিনো

চলতি মৌসুমে এখন পর্যন্ত ভারপ্রাপ্তসহ মোট চারজনের অধীন খেলেছে চেলসি। ল্যাম্পার্ড বর্তমানে আপত্কালীন দায়িত্ব পালন করলেও দলকে পথ দেখাতে পারছেন না। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে গেছে তারা। বারবার কোচ বদল করা নিয়ে এমনিতেই বেশ আলোচনায় থাকে চেলসি। এমন অস্থির দলে এসে পচেত্তিনো থিতু হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।