বার্সেলোনা ছেড়েছেন তিন বছর পার হয়ে গেছে। প্যারিস ঘুরে এখন থিতু হয়েছে মায়ামিতে। তবে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির হৃদয়ের টান রয়ে গেছে ঘরের মতো করেই।
যেখানেই থাকেন না কেন, আর্জেন্টাইন তারকা ক্যারিয়ারজুড়ে জেতা সব ব্যক্তিগত পুরস্কার রেখেছেন বার্সেলোনায়। কিছু নিজের বাসায়, কিছু ক্লাবের জাদুঘরে।
ইএসপিএনের মিগু গ্রানাদোসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, সব স্বীকৃতি–স্মারক বার্সেলোনায় রাখাকে নিরাপদ মনে করেন তিনি, ‘যা কিছু জিতেছি সেগুলো বার্সেলোনায় আমার জাদুঘরে রাখা আছে। বল থেকে শুরু করে গোল্ডেন বুট, জার্সি সবকিছুই আছে।’
মেসির সামনে এখন আরও একটি ব্যক্তিগত পুরস্কার জয়ের হাতছানি। সেপ্টেম্বরের শুরুতে প্রকাশিত ব্যালন ডি’অর ২০২৩-এর জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকাকে ব্যালন ডি’অর জয়ে ফেবারিট হিসেবে ভাবা হচ্ছে। গত মৌসুমে ‘ট্রেবল’জয়ী ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড তাঁর বড় প্রতিদ্বন্দ্বী। তবে মেসির কথা শুনলে মনে হবে, ব্যালন ডি’অর জেতা নিয়ে তাঁর কোনো ভাবনা নেই।
আরেকবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে ইন্টার মায়ামি তারকা মনে করিয়ে দিয়েছেন পুরোনো কথাই, ‘সত্যিটা আমি এর আগেও বলেছি। হ্যাঁ, এসব পুরস্কার অবশ্যই ভালো স্বীকৃতি। তবে আমি খুব সৌভাগ্যবান যে সবকিছু জিততে পেরেছি। চ্যাম্পিয়নস লিগ, লিগ, কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছি। এগুলো বেশি গুরুত্বপূর্ণ, তারপর ব্যক্তিগত পুরস্কার আসবে। তবে যে কথাটা বললাম—হ্যাঁ এসব পুরস্কার (ব্যালন ডি’অর) অবশ্যই ভালো স্বীকৃতি। পেতেও ভালো লাগে। কিন্তু অন্যগুলো (দলীয় ট্রফি) বেশি গুরুত্বপূর্ণ।’
ক্যারিয়ারে ব্যক্তিগত পুরস্কার কম জিতেননি মেসি। এই তো কাতার বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হওয়ার পদকের পাশাপাশি ‘গোল্ডেন বল’ ও ‘সিলভার বুট’ জিতেছেন। ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিবেচনায় এসব পুরস্কারের আবেদনই সবচেয়ে বেশি হওয়ার কথা। কারণ আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর থেকেই দেশকে বিশ্বকাপ জেতানো ছিল তাঁর সর্বোচ্চ লক্ষ্য। চারটি বিশ্বকাপ পেরিয়ে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসে পেয়েছেন সেই আরাধ্য ট্রফির দেখা। আর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেনও সামনে থেকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন, ৭ গোল করে ও ৩টি গোল করিয়ে জিতেছেন রৌপ্য বুট।
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিয়ে দারুণ খেলছেন মেসি। ক্লাবকে এরই মধ্যে জিতিয়েছেন লিগস কাপের শিরোপা। তবে মায়ামির সর্বশেষ ম্যাচে প্রথমার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন মেসি। মায়ামির কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, রোববার অরল্যান্ডো সিটির বিপক্ষে ‘ফ্লোরিডা ডার্বি’তে মেসি ও আলবাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আগামী সপ্তাহে ইউএস ওপেন কাপের ফাইনালেও দুজনকে পাওয়া যাবে কি না, মার্তিনো সে বিষয়েও নিশ্চিত নন।