নাকে গুরুতর আঘাত পান ইরানি গোলকিপার
নাকে গুরুতর আঘাত পান ইরানি গোলকিপার

আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো ইরানি গোলকিপারকে

দুর্ভাগ্য বোধ হয় একেই বলে। নয়তো নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ত্যাগ করতে হয়! আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে এমন দুর্ভাগ্যেরই শিকার হয়ে মাঠ ছাড়েন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভন্দে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮ মিনিটের মাথায় গোলমুখে একটি ক্রস রুখতে গিয়ে সতীর্থ হোসেইনি মাজিদের সঙ্গে ধাক্কা লাগে আলীরেজা বেইরানভন্দের। ম্যাচের সে মুহূর্তের ছবি ও ভিডিওতে দেখা গেছে, হোসেইনির মুখের সঙ্গে বেইরানভন্দের মুখে সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষটা ছিল ভয়াবহ

আঘাতটা এতই গুরুতর ছিল যে মাঠেই বেইরানভন্দের নাক দিয়ে রক্তপাত শুরু হয়। এই আঘাত মাথা পর্যন্ত গড়িয়ে ‘কনকাশন’-এ রূপ নেওয়ার শঙ্কাও তৈরি হয়। তবে প্রায় ২০ মিনিট ধরে শুশ্রূষার পর বেইরানভন্দ খেলারই সিদ্ধান্ত নিয়েছিলেন। ওদিকে বদলি গোলকিপার হোসেইন হোসেইনিও প্রস্তুত ছিলেন। কিন্তু বেইরানভন্দ নিজেই খেলা আবার শুরু হওয়ার পর কোচ কার্লোস কুইরোজকে তাঁকে মাঠ থেকে তুলে নিতে বলেন। এরপর তাঁর বদলি হিসেবে নামের হোসেইন হোসেইনি।

‘কনকাশন’ হওয়ার শঙ্কাও ছিল

ইরানের জার্সিতে বেইরানভন্দের এটি দ্বিতীয় বিশ্বকাপ। চার বছর আগেই বেইরানভন্দের সংগ্রামী জীবনের গল্প বিশ্বব্যাপী গণমাধ্যমে এসেছিল। গোলকিপিংয়ের সঙ্গে তাঁর বিশেষত্ব হচ্ছে বল থ্রো করে অনেক দূর পাঠানোর সক্ষমতা। অনেকবারই লম্বা থ্রো করে তিনি বল ফরোয়ার্ডদের দিকে বাড়িয়ে দিয়েছেন, যেটি থেকে গোল এসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড।