আজ ভুটানে ইস্টবেঙ্গলের মুখোমুখি বসুন্ধরা কিংস
আজ ভুটানে ইস্টবেঙ্গলের মুখোমুখি বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগ

কিংসের যে ম্যাচে বাংলাদেশ–ভারত দ্বৈরথের সঙ্গে থাকছে ‘ব্রুজোন–চ্যালেঞ্জ’

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথাটা বলেই ফেললেন বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ। আজ রাতে এএফসি চ্যালেঞ্জ লিগে কিংস মুখোমুখি হবে ভারতের ইস্টবেঙ্গল ক্লাবের। এ ম্যাচকে ‘বাংলাদেশ-ভারত’ দ্বৈরথের দৃষ্টিকোণ থেকেই দেখছেন তপু। তবে এ ম্যাচে ভারতের কোনো ক্লাবের বিপক্ষে লড়াইয়ের বাইরেও অন্য একটা আবেগ কাজ করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের শিরোপাধারীদের। ম্যাচটা যে তাদের খেলতে হবে সদ্য সাবেক কোচ অস্কার ব্রুজোনের কৌশলের বিপক্ষে। ছয় বছর ধরে বসুন্ধরা কিংসের সুখ-দুঃখের সঙ্গী ব্রুজোন বিদায় নিয়েছেন মৌসুম শেষেই। এরপরেই তিনি দায়িত্ব নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের।

এএফসি চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্রুপে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল ভুটানের পারো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করলেও কিংস হেরে গেছে লেবাননের নেজমেহ এফসির বিপক্ষে। শনিবার রাতে নেজমেহর বিপক্ষে কিংসের হারটা দুর্ভাগ্যজনকই। সাদউদ্দিনের আত্মঘাতী গোলেই কপাল পুড়েছে তাদের। রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচটিকে তাই দেখছেন বাঁচা-মরা হিসেবেই, ‘ম্যাচটা খুব কঠিন। সেই কঠিন ম্যাচেই আমাদের জিততে হবে, পূর্ণ ৩ পয়েন্ট নিতে হবে। আমরা যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, জয় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সামনে।’

বাঁচা–মরার লড়াই কিংসের

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথাটা বলেই ফেললেন বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ। আজ রাতে এএফসি চ্যালেঞ্জ লিগে কিংস মুখোমুখি হবে ভারতের ইস্টবেঙ্গল ক্লাবের। এ ম্যাচকে ‘বাংলাদেশ-ভারত’ দ্বৈরথের দৃষ্টিকোণ থেকেই দেখছেন তপু। তবে এ ম্যাচে ভারতের কোনো ক্লাবের বিপক্ষে লড়াইয়ের বাইরেও অন্য একটা আবেগ কাজ করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের শিরোপাধারীদের। ম্যাচটা যে তাদের খেলতে হবে সদ্য সাবেক কোচ অস্কার ব্রুজোনের কৌশলের বিপক্ষে। ছয় বছর ধরে বসুন্ধরা কিংসের সুখ-দুঃখের সঙ্গী ব্রুজোন বিদায় নিয়েছেন মৌসুম শেষেই। এরপরেই তিনি দায়িত্ব নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের।

ব্রুজোনকে নিয়ে আলাদা করেই ভাবতে হচ্ছে কিংসের

এএফসি চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্রুপে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল ভুটানের পারো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করলেও কিংস হেরে গেছে লেবাননের নেজমেহ এফসির বিপক্ষে। শনিবার রাতে নেজমেহর বিপক্ষে কিংসের হারটা দুর্ভাগ্যজনকই। সাদউদ্দিনের আত্মঘাতী গোলেই কপাল পুড়েছে তাদের। রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচটিকে তাই দেখছেন বাঁচা-মরা হিসেবেই, ‘ম্যাচটা খুব কঠিন। সেই কঠিন ম্যাচেই আমাদের জিততে হবে, পূর্ণ ৩ পয়েন্ট নিতে হবে। আমরা যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, জয় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সামনে।’

মোহনবাগানের বিপক্ষে এর আগে খেললেও এই প্রথম ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবে কিংস

তপুর কাছে ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচ ‘ভারত-বাংলাদেশ’ দ্বৈরথের কারণেই বাড়তি আবেগের, ‘কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, ইস্টবেঙ্গল করছে ভারতের প্রতিনিধিত্ব। তাই এ ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচের সেই আবেগ থাকবে। এ ছাড়া এ ম্যাচ দুই দলের জন্যই “ফাইনাল”। আমাদের দুই দলকেই এ ম্যাচ জিততে হবে, যদি আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে চাই।’

একটি করে ম্যাচ শেষে গ্রুপ ‘এ’তে নেজমেহ ৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ইস্টবেঙ্গল ও ভুটানের পারো এফসির পয়েন্ট ১ করে। নেজমেহর কাছে হেরে যাওয়ায় কিংস এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। রাত ৯টায় থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।