টানা তিন ম্যাচে আর্লিং হলান্ডের গোল দেখেনি ইতিহাদের দর্শকরা। আজ সেটা ‘সুদে-আসলে’ মিটিয়ে হ্যাটট্রিকই করে ফেললেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হলান্ডের হ্যাটট্রিকের দিনে ফুলহামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে সিটি। অপর দুটি গোল করেছেন হুলিয়ান আলভারেজ ও নাথান একে।
চলতি মৌসুমে এ নিয়ে প্রথম চার ম্যাচেই জয় দেখল ম্যানচেস্টার সিটি।
বর্তমান চ্যাম্পিয়নরা ছন্দে থাকলেও দলবদল বাজারে সবচেয়ে বেশি খরচ করা চেলসি চলছে উল্টো পথে। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে মরিসিও পচেত্তিনোর দল। এটি চেলসির চার ম্যাচে দ্বিতীয় হার।
ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির প্রথম গোলটি করেন আলভারেজ। ৩১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে গোলটিতে সহায়তা করেন হলান্ড। এর দুই মিনিট বাদেই টিম রিয়ামের গোলে সমতা ফেরায় ফুলহাম। প্রথমার্ধের বিরতির বাঁশির আগমুহূর্তে ফিল ফোডেনের সহায়তায় সিটিকে দ্বিতীয় গোলটি এনে দেন একে।
প্রথমার্ধে গোল না পাওয়া হলান্ডই পরের অর্ধে করেন তিন গোল। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন ফুলহাম রক্ষণের ভুলে পেয়ে। আর ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারেজ পেনাল্টি আদায় করলে সেটা কাজে লাগিয়ে।
এই গোলেই প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ডে নাম লেখান হলান্ড। মাত্র ৩৯ ম্যাচেই প্রিমিয়ার লিগে ৫০ গোলে অবদান (৪১ গোল, ৯ অ্যাসিস্ট) রাখেন নরওয়েজীয় এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এত দ্রুত এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। এত দিন শীর্ষে ছিল অ্যান্ড্রু কোলের ৪৩ ম্যাচে ৫০ গোলে অবদান।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিটির পঞ্চম আর ব্যক্তিগত তৃতীয় গোল করেন হলান্ড।
সিটি নিজেদের মাঠে ৫ গোল করলেও স্টামফোর্ড ব্রিজে এক গোলের দেখাও পায়নি চেলসি। নটিংহাম ফরেস্টের বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা ৪৮ মিনিটে যে গোলটি করেন, সেটি নিয়েই বাজে শেষের বাঁশি। এ নিয়ে চলতি মৌসুমে চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুইয়েছে চেলসি।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পচেত্তিনোর দলের অবস্থান ১১ নম্বরে, সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি।