ইন্টার মায়ামির হয়ে পরিচয়পর্ব অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন লিওনেল মেসি
ইন্টার মায়ামির হয়ে পরিচয়পর্ব অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন লিওনেল মেসি

সবাইকে শুক্রবারের ‘দাওয়াত’ দিয়ে রাখলেন মেসি

বেশ জাঁকজমকভাবেই লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। সমর্থকদের সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হয়েছে। তাহলে শুক্রবার আবার কী? সেদিন যে সবাইকে ‘দাওয়াত’ দিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক!

মেসিবরণ নাহয় শেষ হয়েছে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে নিজেদের জার্সি গায়ে এখনো তো মাঠে দেখেনি ইন্টার মায়ামির সমর্থকেরা। এবার তারা অপেক্ষা করছে মাঠে মেসির পায়ের জাদু দেখার। সেই জাদু দেখানোর দাওয়াতই সবাইকে দিয়ে রেখেছেন মেসি!

মেসি–বরণ অনুষ্ঠানে ইন্টার মায়ামির তিন মালিক (বাঁ থেকে) জর্জ ম্যাস, হোসে ম্যাস ও ডেভিড বেকহাম

ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হওয়ার কথা শুক্রবার। লিগস কাপে ক্রুস আজুলের বিপক্ষে সেদিন খেলবে ইন্টার মায়ামি। সে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হবে মেসির নতুন অধ্যায়। এ ম্যাচ খেলতে নামার আগে ইন্টার মায়ামির সবাইকে গতকাল হয়ে যাওয়া জমকালো বরণ অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছেন মেসি।

ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যাঁরা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’

মেসিকে বরণ করতে আসা ইন্টার মায়ামির সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিয়েছে, গান গেয়েছে। সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত মেসি লিখেছেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ।’

ইনস্টাগ্রামের পোস্টের সবশেষে মেসি শুক্রবার ক্রুস আজুলের বিপক্ষে ম্যাচের জন্য সবাইকে নিমন্ত্রণ করে রেখেছেন এভাবে, ‘আপনাদের সঙ্গে আবার দেখা হবে শুক্রবার।’