দলের সঙ্গে অনুশীলনে এমবাপ্পে
দলের সঙ্গে অনুশীলনে এমবাপ্পে

‘ক্লাবের চেয়ে কেউ বড় নয়’—পিএসজি সভাপতির কথা শুনেও নিশ্চুপ এমবাপ্পে

প্রাক্‌-মৌসুম প্রস্তুতি নিতে এ বছর জাপানে যাচ্ছে পিএসজি। তার আগে কাল নবনির্মিত পোইসি ট্রেনিং গ্রাউন্ডে নতুন কোচ লুইস এনরিকের অধীনে প্রথমবার অনুশীলন করেছেন খেলোয়াড়েরা। ঘাম ঝরিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার থেকে শুরু করে সব খেলোয়াড়। সেখানে গিয়ে হাজির হয়েছেন নাসের আল-খেলাইফিও। ঘুরে ঘুরে খেলোয়াড়দের ফিটনেস দেখেছেন পিএসজি সভাপতি। এরপর ড্রেসিংরুমে গিয়ে দিয়েছেন একটি বার্তা, ‘ক্লাবের চেয়ে কেউ বড় নয়।’

খেলাইফি সবার সামনে এই বার্তা দিলেও কথাটা কাকে উদ্দেশে করে বলেছেন, সেটা বোধ হয় না বললেও সবাই বুঝে নিতেন। এমবাপ্পে ছাড়া আর কে! গ্রীষ্মকালীন দলবদলের এই ভরা মৌসুমে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে নিয়েই তো আলোচনা সবচেয়ে বেশি। ২৪ বছর বয়সী তারকা পিএসজি ছেড়ে শিগগিরই রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন নাকি আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হিসেবে অন্য কোথাও যাবেন, এ নিয়ে জল্পনার শেষ নেই।

লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এমবাপ্পে একটি সিদ্ধান্তে আসেন। পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দেন, ২০২৪ সালে চুক্তির মেয়াদ ফুরোনোর পর আর প্যারিসের ক্লাবটিতে থাকতে চান না। এরপরই তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে পিএসজি। কারণ, আগামী মৌসুমে এমবাপ্পে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে দলবদল থেকে কানাকড়িও পাবে না পিএসজি। ক্লাবটির চাওয়া, এমবাপ্পে হয় চুক্তি নবায়ন করুক, নয়তো এবারের দলবদলেই প্যারিস ছেড়ে চলে যাক। অন্যদিকে, এমবাপ্পে চান চুক্তির মেয়াদ শেষ করেই পিএসজি ছাড়তে। না হলে বিশাল অঙ্কের ‘আনুগত্য’বোনাস হারাবেন তিনি।

কথা বলছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি

এমবাপ্পের এমন আচরণে একটু যেন বিরক্তই পিএসজি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তাঁকে ৫ জুলাই পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিলেন ক্লাব সভাপতি খেলাইফি। লম্বা ছুটি শেষে পিএসজিতে যোগ দেওয়ার পর সময়সীমা আরও বাড়ানো হয়েছে। খেলাইফি ১৫ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এমবাপ্পেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছেন। কিন্তু ৪ দিন পেরিয়ে গেলেও মুখে কুলুপ এঁটে বসে আছেন ফরাসি লিগ ‘আ’-র টানা পাঁচ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

খেলাইফি তাই ড্রেসিংরুমে বলেছেন, ‘ক্লাবের চেয়ে কেউ বড় নয়। এমনকি আমিও নই। অনুশীলনে আমি তোমাদের কাছ থেকে ২০০% চাই। তোমরা বিশ্বের সেরা ট্রেনিং গ্রাউন্ড পেয়েছ। সাফল্য পাওয়ার জন্য যা যা দরকার, সব এখানে আছে। কোনো কিছুরই অভাব নেই। তাই অজুহাত দেখানোর মতো কিছু নেই। শুধু তোমাদের কঠিন পরিশ্রম করে যেতে হবে। আমি আমার দলের খেলা উপভোগ করতে চাই।’
নতুন কোচ এনরিকেকেও পূর্ণ স্বাধীনতা দিয়েছেন কাতারি ধনকুবের খেলাইফি, ‘তোমাদের এটাও বলা জরুরি যে কোচকে সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনিই সব সিদ্ধান্ত নেবেন।’


ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ তাদের প্রতিবেদনে জানিয়েছে, বক্তব্যের আগে খেলাইফি সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। দলে নতুন যোগ দেওয়া লুকাস হার্নান্দেজ, মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, মানুয়েল উগারতে, কাং-ইন লি, চের এনদুরকে আলাদাভাবে ডেকে নিয়েছেন। তবে পিএসজি সভাপতির মুখে এত কিছু শোনার পরও চুপ ছিলেন এমবাপ্পে। সব ক্ষেত্রে নীরবতা যে সম্মতির লক্ষণ নয়, এমবাপ্পে হয়তো সেটাই বুঝিয়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের ভাগ্যে কি ঘটবে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এদিকে প্রাক্‌-মৌসুম প্রস্তুতি নিতে প্যারিস ছাড়ার আগে শুক্রবার স্বদেশি ক্লাব লে হার্ভের বিপক্ষে খেলবে পিএসজি। জাপানে তাদের প্রথম ম্যাচ আগামী মঙ্গলবার। প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।