ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ঘটনাবহুল এক সপ্তাহ পার হলো। লিগের ম্যাচ তো ছিলই, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও ব্যস্ত ছিল দলগুলো। লিগ ও ইউরোপ- দু জায়গাতেই সুবিধাজনক অবস্থানে বায়ার লেভারকুসেন ও ম্যানচেস্টার সিটি। শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে ২০২৩-২৪ মৌসুমের শিরোপা নিশ্চিত করে ফেলেছে লেভারকুসেন, আর লিভারপুল ও আর্সেনালের হোঁচটে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সিটি। বাকি তিন লিগও গড়িয়েছে পরিণতির দিকে। ফিরে দেখা যাক গত সপ্তাহের ইউরোপীয় ক্লাব ফুটবলে।
পয়েন্ট তালিকার তিন থেকে এক ঝটকায় শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। তাও দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়ালের মাঠে ৩-৩ ড্র করে আসা সিটি লিগে লুটন টাউনকে হারায় ৫-১ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলেও পেপ গার্দিওলার দলের খুব একটা স্বস্তি ছিল না। কারণ, আর্সেনাল ও লিভারপুল নিজেদের ম্যাচে জিতলে আগের মতো তিনেই পড়ে থাকতে হবে।
কিন্তু অবিশ্বাস্যভাবে একই দিনে হেরে গেছে লিভারপুল ও আর্সেনাল। তাও নিজেদের মাটিতেই। লিভারপুল ১-০ ব্যবধানে হারে ক্রিস্টাল প্যালেসের কাছে, এর ঘণ্টা আড়াই পর আর্সেনাল হারে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে। সব মিলিয়ে অনেকটা হুট করেই প্রিমিয়ার লিগের শিরোপা-দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেছে গত তিনবারের চ্যাম্পিয়ন সিটি।
লা লিগায় পয়েন্ট তালিকায় কোনো হেরফের হয়নি। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে, আবার দুইয়ে থাকা বার্সেলোনা সমান ব্যবধানে হারিয়েছে কাদিজকে। তিনে থাকা জিরোনা অবশ্য আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গেছে। যদিও জিরোনার অবস্থান আগের জায়গাতেই, আতলেতিকোও চারেই।
গত সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে ইন্টার মিলান। এর মধ্যে উদিনেসেকে ২-১ গোলে হারালেও কালিয়ারির সঙ্গে ২-২ ড্র করে সিমোন ইনজাগির দল। তবে কালিয়ারির কাছে পয়েন্ট খোয়ালেও সিরি ‘আ’ পয়েন্ট তালিকায় বড় ব্যবধানেই শীর্ষে আছে ইন্টার মিলান। কারণ, দুই থেকে চারে থাকা তিন দলই গত এক সপ্তাহ জিততে পারেনি, ড্র করে করেছে।
ফরাসি লিগের শীর্ষ পাঁচ দলের চারটিরই গত সপ্তাহে লিগে কোনো ম্যাচ ছিল না। মাঠে নেমেছে শুধু দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্ত। লিঁওর কাছে ৪-৩ গোলে ব্রেস্ত হেরে যাওয়ায় এক ম্যাচ কম খেলেই ১০ পয়েন্ট এগিয়ে আছে পিএসজি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে ট্রফি নিশ্চিত করেছে বায়ার লেভারকুসেন। পতন ঘটিয়েছে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বেরও। রোববার ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন। ১২০ বছর বয়সী লেভারকুসেনের এটি জার্মানির শীর্ষ লিগে প্রথম শিরোপা। লিগ নিশ্চিতের দুই দিন আগে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারায় জাবি আলোনসোর দল।