থাইল্যান্ডের চনবুরি থেকে শেষ ম্যাচেও কোনো সুখবর এল না।
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে গ্রুপের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ফিলিপাইনের বিপক্ষে হার ১-০ গোলে। ম্যাচের ৫৬ মিনিটের সময় পেনাল্টি থেকে জয়সূচক গোলটি পায় ফিলিপাইন।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই গ্রুপসঙ্গী ছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। নিজেদের প্রথম দুই ম্যাচে ৯ গোল হজম করা ফিলিপাইনের বিপক্ষে আজ জয়ের আশা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তিন ম্যাচে কোনো গোল না করেই দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
ফিলিপাইনের বিপক্ষে খেলোয়াড়দের মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করার তাগিদ দিয়েছিলেন কোচ জুলফিকার মাহমুদ। গোলের সুযোগ কাজে লাগানোর কথা বলেছিলেন। কিন্তু গোল করতে না পারার সেই চিরন্তন আক্ষেপে পুড়েই এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাই শেষ করতে হলো বাংলাদেশ দলকে।
আজ ম্যাচ শেষে কোচ অবশ্য দলের খেলার প্রশংসাই করেছেন। তাঁর মতে, ছোটখাটো কিছু ভুলের মাশুলই দিয়েছে তাঁর দল, ‘আমি মনে করি, আমার ছেলেরা আজ খুবই ভালো খেলেছে। কিন্তু ২টি গোলের নিশ্চিত সুযোগ আমরা হাতছাড়া করেছি। দুই জায়গাতেই মাথা ঠান্ডা রাখতে পারেনি আমার খেলোয়াড়েরা। পেনাল্টিটাও আমাদের ভুলেই হয়েছে। আমি মনে করি, ছোটখাটো বিষয়গুলোতে ভুলভ্রান্তিই আমাদের কাল হয়েছে শেষ পর্যন্ত।’