হেডে গোল করেছেন ফিরমিনো
হেডে গোল করেছেন ফিরমিনো

লিভারপুলের জয়ের দিনে তিতেকে ফিরমিনোর জবাব

ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর ম্যান সিটির বিপক্ষে জোড়া গোল করে জবাবটা ভালোই দিয়েছেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইভান টনি। ইংলিশ প্রিমিয়ার লিগে এর পরের ম্যাচেই ব্রাজিল কোচ তিতেকে জবাব দিয়েছেন লিভারপুলের রবার্তো ফিরমিনোও। আজ অ্যানফিল্ডে সাউদাম্পটনের বিপক্ষে মাত্র ৬ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এই ফরোয়ার্ড।

তাঁর তৈরি করা ছন্দ ধরে রেখেই সাউদাম্পটনে ৩-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দারউইন নুনিয়েজ। এ জয়ে বিশ্বকাপ বিরতি জয় দিয়েই শেষ করল তারা। অন্যদিকে অবনমন অঞ্চলে থাকা সাউদাম্পটনের বিপদ আরও বাড়ল।

অ্যানফিল্ডে ৬ মিনিটেই গোল পেলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ৯ মিনিটেই চে অ্যাডামসের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন। ব্যস্‌, এটুকুই।

প্রথমার্ধে সাউদাম্পটনের সাফল্য বলতে শুধু এই ১ গোল। বাকি সময়ে লিভারপুলের প্রভাব এতটাই ছিল যে আর্সেনালের সাবেক ফুটবলার পল মারসন ম্যাচ চলার সময়ই বলেছেন- ‘পুরোটাই লিভারপুলময়’। এ সময়ে নিজেদের গুছিয়ে নেওয়া তো দূরের কথা, বলও পেতেই সংগ্রাম করতে হয়েছে সাউদাম্পটনকে। ততক্ষণে ফিরমিনো-নুনিয়েজ-রবার্টসন রসায়নে এগিয়ে যায় অল রেডরা।

জোড়া গোল করেছেন নুনিয়েজ

অ্যাডামসের গোলের পর ম্যাচে সমতা থাকে মাত্র ১২ মিনিট। এরপরই গোল করেন নুনিয়েজ। ৪২ মিনিটে আরও একবার বল জালে জড়ান নুনিয়েজ। এটি প্রিমিয়ার লিগে তাঁর পঞ্চম গোল। প্রথমার্ধে লিভারপুল শট নেয় ৮টি, যার ৭টিই থাকে গোলপোস্টে।

বিরতি শেষেও সেই একই ছন্দেই শুরু করে লিভারপুল। ৪৯ মিনিটেই দ্বিতীয় গোল পেতে পারতেন ফিরমিনো। তবে অল্পের জন্য বল জালে জড়াতে পারেননি।

ফিরমিনোরা ছন্দে থাকলেও এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন মোহাম্মদ সালাহ। কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। সালাহ-ফিরমিনোর একাধিক মিসের পর অনেকটাই ঘুরে দাঁড়ায় সাউদাম্পটন। তবে আলিসন বেকারের বীরত্বে ম্যাচের ফলে তার কোনো প্রভাব পড়েনি। এই জয়ের পর পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

অন্যদিকে লিগের আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহাম। তিনবার পিছিয়ে পড়েও লিডসকে হারিয়েছে ৪-৩ গোলের ব্যবধানে। পয়েন্ট তালিকায় টটেনহামের অবস্থান এখন তৃতীয় স্থানে। যদিও চেলসি–নিউক্যাসল ম্যাচে নিউক্যাসল জয় পেলে তিন নম্বর জায়গা ছাড়তে হবে তাদের।