চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভার হতাশা
চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভার হতাশা

হেরেই চলেছে চেলসি, টানা তৃতীয় জয় লিভারপুলের

চেলসি ০-২ ব্রেন্টফোর্ড,  ওয়েস্ট হাম ১-২ লিভারপুল

লিভারপুলের জয়রথটা আরেকটু দীর্ঘ হলো। লিডস, নটিংহাম ফরেস্টের পর আজ ওয়েস্ট হামের মাঠে ইয়ুর্গেন ক্লপের দল জিতল ২-১ গোলে। ওদিকে দুঃসময় যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে চেলসিকে। কিছুতেইও কিছু হচ্ছে না। উলভস, ব্রাইটনের কাছে হারের পর আজ ব্রেন্টফোর্ডের কাছেও ২-০ গোলে হেরে গেল চেলসি।  

এ জয়ে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এলো লিভারপুল। আগামী মৌসুমে ইউরোপা লিগ তো বটেই, এখন চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও করতে পারে ইয়ুর্গেন ক্লপের দল। 

অন্যদিকে হারের পর ৩২ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৯। পয়েন্ট তালিকায় আপাতত চেলসি ১১ নম্বরে। এখন চেলসির যা ফর্ম, এটা চলতে থাকলে শীর্ষ দশে থেকে মৌসুম শেষ করাই কঠিন হয়ে যাবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির।

লন্ডন স্টেডিয়ামে প্রথমার্ধের দুটি গোলই ছিল দেখার মতো। মাইকেল আন্তোনিওর পাস থেকে লুকাস পাকেতার যে গোলটা ১২ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেয়,  সেটা তো বটেই,  ১৮ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে কোডি গাকপো যে গোলে সমতা ফেরান, সেটাও।

মাতিপের গোলের পর লিভারপুলের উদযাপন

দুই দলই এরপর এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছে। কিন্তু লিভারপুলের হয়ে ডিয়েগো জোতা ও ভার্জিল ফন ডাইকরা যেমন সেই সুযোগ নষ্ট করেছেন, তেমনি ওয়েস্ট হামের হয়ে সুযোগ নষ্ট করেছেন আন্তোনিও ও সাইদ বেনরাহমরা।  

১-১ সমতায় শেষ হওয়া প্রথমার্ধের পর লিভারপুল এগিয়ে যায় ম্যাচের ৬৭ মিনিটে জোয়েল মাতিপের গোলে। অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে আসা বলে তাঁর বুলেটগতির হেড ফেরানোর সাধ্য ছিল না ওয়েস্ট হাম গোলরক্ষক লুকাজ ফ্যাবিয়ানস্কির। 

চেলসির ভারপ্রাপ্ত কোচ ল্যাম্পার্ডের হতাশা

স্টামফোর্ড ব্রিজে চেলসি ম্যাচের ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে আত্মঘাতী গোল খেয়ে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন চেলসি অধিনায়ক সিজার আজপিলিকেতা।  সেই গোল শোধ করতে কী, উল্টো ম্যাচের ৭৮  মিনিটে আরেকটা গোল খেয়ে ২-০ ব্যবধানে হেরে যায় চেলসি।