ম্যাচের এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন চেলসির এনজো ফার্নান্দেজ (ডানে) ও লিভারপুলের দিয়োগো জোতা
ম্যাচের এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন চেলসির এনজো ফার্নান্দেজ (ডানে) ও লিভারপুলের দিয়োগো জোতা

ইংলিশ প্রিমিয়ার লিগ

উত্তাপ ছড়িয়ে চেলসি–লিভারপুলের ড্র

🔵 চেলসি ১–১ লিভারপুল 🔴

ইংলিশ প্রিমিয়ার লিগে ‘সুপার সানডে’ বলে কথা! একটা ম্যাচে যত ধরনের রোমাঞ্চ ও উত্তেজনার রসদ থাকা চাই, সবকিছুই আজ যেন প্যাকেজ আকারে ধরা দিল।

দুই ক্লাবেরই মালিক মাঠে হাজির। তাঁদের সামনেই খেলা চলল সমানতালে। ম্যাচটা একপর্যায়ে রূপ নিল যুদ্ধংদেহীতে। কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়লেন এনজো ফার্নান্দেজ ও দিয়োগো জেতা। এর মধ্যেই হলো লাগাতার ফাউল। রেফারি অ্যান্থনি টেলরকেও পকেট বের করতে হলো একটার পর একটা হলুদ কার্ড।

মাঠ থেকে তুলে নেওয়ায় কোচ ইয়ুর্গেন ক্লপের ওপর ক্ষোভ ওগরাতে দেখা গেল মোহাম্মদ সালাহকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সৌজন্যে দুই দলেরই একটি করে গোলও বাতিল হলো।

এত কিছুর পরও লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-লিভারপুল অন্তত একটা করে গোল তো পেল। এখানেও কী মিল! দিয়াজের জবাবে দিসাসি। প্রথমার্ধে করা তাঁদের গোলেই রোমাঞ্চকর ম্যাচটা ১-১ সমতায় শেষ হলো।

এ নিয়ে মুখোমুখি টানা ৭ ম্যাচ ড্র করল চেলসি-লিভারপুল। এর মধ্যে সর্বশেষ ৪ ম্যাচ গোলশূন্য থেকে শেষ হয়েছিল। আজ লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের যে শটে দীর্ঘ গোল–বন্ধ্যাত্ব কাটল, সেটা দুই দলের লড়াইয়ে ৪৫৩ মিনিট পর প্রথম গোল!

ম্যাচের ১৮ মিনিটে দিয়াজের সেই গোলে লিভারপুল এগিয়ে গেলেও আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৭ মিনিটে চেলসিকে সমতায় ফেরালেন অভিষিক্ত অ্যাক্সেল দিসাসি। বিরতির পর এই স্কোরলাইনই ধরে রাখল দুই দল। চেলসির কোচ হিসেবে অভিষেক ম্যাচে মরিসিও পচেত্তিনোও পেয়ে গেলেন প্রথম পয়েন্টের দেখা।