কত কিছুই না ঘটে গেছে এই ৩৩ বছরে। কিন্তু নাপোলি সমর্থকদের দেওয়া কথা রাখতে পারেনি। জিততে পারেনি ইতালিয়ান সিরি ‘আ’র আরও একটি শিরোপা। ১৯৯০ সালে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে এসেছিল নাপোলির সর্বশেষ লিগ শিরোপাটি। এরপর কেটে গেছে এতগুলো বছর। অপেক্ষার প্রহর দীর্ঘই হয়েছে শুধু নাপোলির সমর্থকদের। ৩৩ বছর পর সেই অপেক্ষা ফুরিয়েছে। তাদের প্রিয় ক্লাব জিতেছে লিগ। উচ্ছ্বাসটা যে বাঁধভাঙা, আবেগমথিত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। রয়টার্সের ক্যামেরায় সেই আবেগ-উচ্ছ্বাসের কিছু দৃশ্যপট তুলে ধরা হলো প্রথম আলোর পাঠকদের জন্য...