পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে
পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে

এমবাপ্পে কত গতিতে দৌড়েছেন জানেন?

চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমের টেকনিক্যাল প্রতিবেদন প্রকাশ করেছে উয়েফা। এই প্রতিবেদনে দল ও খেলোয়াড়দের পারফরম্যান্সের নানা তথ্য-উপাত্ত জানিয়ে থাকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।

গত মৌসুমে দ্রুততম ফুটবলার কে ছিলেন—এই প্রশ্নে উয়েফার টেকনিক্যাল প্রতিবেদন জানিয়েছে, খেলোয়াড়টি আর কেউ নন কিলিয়ান এমবাপ্পে।

চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরেছিল পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে দৌড়ে সর্বোচ্চ গতি তোলেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে। ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতার গত মৌসুমে তাঁর চেয়ে বেশি গতি আর কেউ তুলতে পারেননি।

ফিরতি লেগের সে ম্যাচে আক্রমণে ওঠার সময় নেইমারের পাস ধরে নিজেদের অর্ধ থেকে বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে রিয়ালের বক্সে ঢুকেছিলেন এমবাপ্পে। বল নিয়ে ওঠার সময় ঘণ্টায় তাঁর গতি ছিল ৩৭.৬ কিলোমিটার (২৩.৩ মাইল)। পরে (৩৯ মিনিটে) ঠিক একইভাবে রিয়ালের বক্সে ঢুকে গোলও পেয়েছিলেন এমবাপ্পে।

গতিময় ফুটবলার খেলার জন্য এমনিতেই সুনাম আছে এমবাপ্পের

সে যাই হোক, চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমেও সর্বোচ্চ গতিতে দৌড়ানোর নজির গড়েছিলেন এমবাপ্পে। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে দৌড়ানোর সময় গতি তুলেছিলেন ঘণ্টায় ৩৩.৯৮ কিলোমিটার (২১.১১ মাইল)।

তবে ২০২০-২১ মৌসুমে আর গতির সিংহাসন ধরে রাখতে পারেননি এমবাপ্পে। সে মৌসুমে ঘণ্টায় সর্বোচ্চ ৩৪.১ কিলোমিটার (২১.১ মাইল) গতিতে দৌড়ে শীর্ষে উঠে আসেন আতালান্তার রাইটব্যাক হ্যান্স হেতবোয়ের।

কিন্তু এরপর গত মৌসুমে দ্রুততম খেলোয়াড় হিসেবে আবারও সিংহাসনের দখল নিলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। বর্তমান বিশ্বে তাঁকে এমনিতেই সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড় হিসেবে দেখা হয়।

দারউইন নুনিয়েজ। যখন বেনফিকায় ছিলেন

এমবাপ্পের পর গত মৌসুমে সবচেয়ে জোরে দৌড়েছেন লিভারপুলের উরুগুয়ে তারকা দারউইন নুনিয়েজ। তখন তিনি লিভারপুলের খেলোয়াড় ছিলেন না। গ্রুপপর্বে লিসবনে বেনফিকা-ডায়নামো ম্যাচে ঘণ্টায় ৩৬.৫ কিলোমিটার (২২.৬ মাইল) গতিতে দৌড়েছেন নুনিয়েজ। উরুগুয়ে স্ট্রাইকার তখন বেনফিকার খেলোয়াড়। পর্তুগিজ ক্লাবটি ছেড়ে লিভারপুলে যোগ দেন গত জুনে।

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে এমবাপ্পে ও নুনিয়েজের পর সবচেয়ে জোরে দৌড়ানো খেলোয়াড়টি তেমন পরিচিত কেউ নয়—বেনফিকার পর্তুগিজ উইঙ্গার রাফা সিলভা। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বেনফিকার মাঠে লিভারপুলের বিপক্ষে ঘণ্টায় ৩৬.৪ কিলোমিটার (২২.৬ মাইল) গতিতে দৌড়ান সিলভা।

এ তালিকায় চতুর্থ খেলোয়াড়টি অবশ্য গতিময় খেলার কারণে পরিচিত। বায়ার্ন মিউনিখে উইং চিরে আলফানসো ডেভিসের গতিময় খেলা উপভোগ করেন অনেকেই। গ্রুপপর্বে বেনফিকার বিপক্ষে বায়ার্নের মাঠে ম্যাচে ঘণ্টায় ৩৬.৩ কিমি (২২.৫ মাইল) গতিতে দৌড়ান কানাডিয়ান ডেভিস।

রিয়াল মাদ্রিদের ডান প্রান্তে গতির ঝড় তোলেন ভালভার্দে

শীর্ষ পাঁচে শেষ খেলোয়াড়টিও রিয়াল মাদ্রিদের ডান প্রান্তের উইং ধরে দৌড়ানোর জন্য খ্যাতি কুড়িয়েছেন। কে আবার, ফেদেরিকো ভালভার্দে! গত মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপাজয়ে দারুণ ভূমিকা রাখা ভালভার্দে কোয়ার্টার ফাইনালে রিয়ালের মাঠে ফিরতি লেগে চেলসির বিপক্ষে ঘণ্টায় ৩৬.২ কিলোমিটার গতিতে দৌড়ান (২২.৪ মাইল)।

এমবাপ্পে দৌড়ের গতিতে সবাইকে পেছনে ফেললেও তাঁর ক্লাব পিএসজি ম্যাচ প্রতি গড়ে দৌড়েছে সবচেয়ে কম—১০৬.৩৪ কিলোমিটার (৬৬.০৭ মাইল)।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে ম্যাচ প্রতি গড় দৌড়ে সবার পেছনে পড়ল পিএসজি। গত মৌসুমে ম্যাচ প্রতি গড়ে সবচেয়ে বেশি দৌড়ানো ক্লাবটি ইউক্রেনের ডায়নামো কিয়েভ—১২৩.০৫ কিলোমিটার (৭৬.৪৫ মাইল)।