ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ

ম্যান সিটিকে হারাতে সবকিছু উজাড় করে দেবে ইউনাইটেড

সেভিয়ার কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ার পর ‘পাগল’ দশা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের। গতকাল রাতে টেন হাগ নিশ্চয়ই এ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। রুদ্বশ্বাস এক লড়াইয়ের পর টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে এফএ কাপের ফাইনাল যে নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওয়েম্বলিতে দ্বিতীয় সেমিফাইনালে ১২০ মিনিটেও গোল না আসায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে। যেখানে ৭–৬ গোলে জয় পায় ইউনাইটেড। এর আগে প্রথম সেমিফাইনালে স্টোক সিটিকে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি

৩ জুন রাত ৮টার ফাইনালে দেখা মিলবে ম্যানচেস্টার ডার্বির। এফএ কাপের ১৫২ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম দেখা যাবে ম্যানচেস্টার ডার্বি। ফাইনালে পেপ গার্দিওলার সিটিকে পেয়ে উজ্জীবিত ইউনাইটেড কোচ টেন হাগও। বলেছেন, জেতার জন্য সবকিছু উজাড় করে দেবে তাঁর দল।

এফএ কাপের ফাইনাল নিশ্চিত করে ইউনাইটেডের উৎসব

এফএ কাপের ফাইনালে ওঠার পর সিটির সামনে এখন ‘ট্রেবল’ জয়ের হাতছানি। এফএ কাপ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ২ নম্বরে থাকলেও শীর্ষে থাকা আর্সেনালকে টপকে শিরোপা জয়ের সুযোগ আছে তাদের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর সেখানেও আছে শিরোপা জয়ের হাতছানি।প

তবে পেপ গার্দিওলাকে ট্রেবল জিততে দিতে চান না টেন হাগ। ফাইনাল নিশ্চিত করার পর টেন হাগ বলেছেন, ‘আমরা সবকিছু উজাড় করে দেব। আমি যখন বলি সবকিছু, তখন সেটা এক শ ভাগের বেশি। সমর্থকেরা এ কথার ওপর আস্থা রাখতে পারে।’

ফাইনালে নিখুঁত একটা ম্যাচ খেলতে চান বলেও জানিয়েছেন টেন হাগ, ‘আমরা শতভাগ দিতে চাই সিটির বিপক্ষে। আমরা সমর্থকদের জন্য এটা করতে চাই। আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হবে। তবে সবার আগে আমাদের আরও কিছু ম্যাচকে গুরুত্ব দিতে হবে। কারণ, লিগে আমাদের শীর্ষ চারেও জায়গা করে নিতে হবে।’