আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। নাপোলির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। এ ম্যাচে হারলেই বার্সার কোচ হিসেবে জাভি হার্নান্দেজের ইউরোপিয়ান ট্রফি জেতার স্বপ্ন অধরা থেকে যাবে। তাই ম্যাচটি জাভির কাছে মৌসুমের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ম্যাচও বটে। এ ম্যাচ জিততে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার কথাও বলেছেন জাভি।
নাপোলি ম্যাচ নিয়ে জাভি বলেছেন, ‘চলতি মৌসুমে এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সত্যিই এটাই সর্বোচ্চটা করতে উন্মুখ হয়ে আছি। আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি অনেক দিন হয়ে গেল। তাই এটা আমাদের জন্য বিশাল সুযোগ।’
ঘরের মাঠে আজকের রাতটিকে জাদুকরি করে রাঙাতে চান জানিয়ে জাভি আরও বলেছেন, ‘দলের সবাই ভালো করার জন্য এবং অসাধারণ এই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ার অপেক্ষায় আছে। নাপোলি এ মৌসুমে নিজেদের সেরা ছন্দে নেই। কিন্তু গতবার ইতালিয়ান চ্যাম্পিয়ন হওয়ার সময় তাদের যে ভিত্তি আছে, সেটি এখনো অটুট আছে। আমি আশা করছি, এটা জাদুকরি রাত হবে।’
এ মৌসুম শেষেই বার্সাকে বিদায় জানাবেন জাভি। বর্তমানে লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তাঁর দল। বার্সা ছিটকে গেছে কোপা দেল রে থেকেও। সব মিলিয়ে বিদায়ের আগে চ্যাম্পিয়নস লিগই জাভির জন্য শিরাপা জয়ের বড় সুযোগ। এর আগে লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতলেও কোচ হিসেবে এখনো ইউরোপের কোনো ট্রফি জেতা হয়নি জাভির।
তবে বিদায়ের আগে নিজের জন্য কিছু করার চেয়ে দলের কথাই ভাবার কথা জানিয়েছেন জাভি, ‘আমি গুরুত্বপূর্ণ কেউ নই। এটা ক্লাব ও দলের ব্যাপার। আমার এরই মধ্যে যাওয়ার তারিখ ঠিক হয়ে গেছে। আমি খেলোয়াড়দের বলেছি নির্ভীক হয়ে খেলতে। এখন আমাদের সামনে সুযোগ ইউরোপের সেরা আট দলের একটি হওয়ার। চার বছর পর আমাদের সেখানে পৌঁছাতে হবে।’
বার্সা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল ২০১৫ সালে। এর পর থেকে ইউরোপে সময়টা ভালো যায়নি তাদের। তবে বর্তমান দলটির যে কারও সঙ্গে লড়াইয়ের ক্ষমতা আছে জানিয়ে জাভি বলেছেন, ‘আমরা অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি। আমরা যা করতে চাই, তা করতে পারছি না। আমাদের এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে আমি আসার পর থেকে ক্লাব অনেক চেষ্টা করেছে।’