মেসির হাতে ইন্টার মায়ামির জার্সি তুলে দেন এর মালিকরা
মেসির হাতে ইন্টার মায়ামির জার্সি তুলে দেন এর মালিকরা

মেসিকে যেভাবে বরণ করে নিল মায়ামি

অনুষ্ঠানের নাম ‘দ্য আনভেইল’। এই ‘আনভেইল’ বা উন্মোচনটা মূলত লিওনেল মেসির। সূচি অনুসারে ইন্টার মায়ামি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান ‘দ্য আনভেইল’ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই ঘণ্টা পরে শুরু হয় অনুষ্ঠান। ফ্লোরিডার পোর্ট লডারডেলে ২০ হাজার আসনের ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ইন্টার মায়ামির মেসিকে বরণ করে নেওয়ার মুহূর্তগুলো দেখে নেওয়া যাক ছবিতে-
আতশবাজিতে মেসিকে বরণ
গ্যালারিতে হাজির ছিলেন প্রায় ২০ হাজার দর্শক
বৃষ্টির মধ্যে অনুষ্ঠান শুরুর অপেক্ষা দাঁড়িয়ে ডেভিড বেকহাম
‘দ্য আনভেইল’-এ সংগীত পরিবেশন করেন কলম্বিয়ার গায়ক কামিলো
ছিলেন আর্জেন্টিনার র‍্যাপার পাওলো লন্দ্রা
মেসির তিন ছেলেসহ স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো
আলেয়দা ম্যাসের সঙ্গে ভিক্টোরিয়া বেকহাম
এভাবেই তৈরি করা হয়েছিল মঞ্চ
পটে আঁকা মেসি আর আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিলেন কেউ কেউ
মঞ্চে ওঠার আগে মেসি যখন মাঠে
মঞ্চে তখন ইন্টার মায়ামির তিন মালিক জর্জ ম্যাস (মাঝে), হোসে ম্যাস (বাঁয়ে) ও ডেভিড বেকহাম (ডানে)
মেসির আলো নাকি আলোয় মেসি?
অনুষ্ঠানে সের্হিও বুসকেতসকেও পরিচয় করিয়ে দেয় ইন্টার মায়ামি
শুধু মেসি নন, মনোযোগের কেন্দ্রে ছিলেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও
করতালি ও আলোর ঝলকানির মধ্যে মঞ্চে ওঠেন মেসি
মেসির হাতে ইন্টার মায়ামির জার্সি তুলে দেন এর মালিকরা
মেসিকে যখন বরণ করে নেওয়া হয়
এই আমি ইন্টার মায়ামির!