টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর ভক্ত আর্নে স্লট। লিভারপুল কোচ ভক্ত পোস্তেকোগলুর দলের খেলার ধরনে। স্লটের মতে, পোস্তেকোগলুর দলের খেলা দেখাটাও ‘আনন্দের’। আনন্দদায়ক সেই খেলাটা খেলেই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৩৯টি গোল করেছে লন্ডনের ক্লাবটি। এই গোলের সর্বশেষ ৩টি আজ নিজেদের মাঠে স্লটের লিভারপুলের বিপক্ষেই করেছে টটেনহাম। তবু ম্যাচ শেষে পোস্তেকোগলু নন, ম্যাচ জয়ের হাসি হেসেছেন আর্নে স্লট!
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গোল-উৎসবের ম্যাচে টটেনহামকে ৬-৩ গোলে হারিয়েছে স্লটের লিভারপুল। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পাওয়া দলটি তাতে পয়েন্ট তালিকার শীর্ষে আরও জাঁকিয়ে বসল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বড় দিনের উৎসব করবে লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির। যারা আজ পয়েন্ট হারিয়েছে এভারটনের সঙ্গে ড্র করে।
আক্রমণ-পাল্টা আক্রমণ, গোল-পাল্টা গোলের ম্যাচটিতে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। ৯ গোলের ম্যাচের প্রথম গোলটি লিভারপুল পায় ২৩ মিনিটে। লুইস দিয়াজের গোলে এগিয়ে যাওয়া দলটি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ের গোলে ২ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফেরার পর ৫৪ ও ৬১ মিনিটে সালাহর জোড়া গোলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। খেলা তো শেষই যারা ভেবেছিলেন তাদের আবার ম্যাচে চোখ ফেরাতে বাধ্য করে টটেনহাম ২ গোলে করে। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোল ৫-৩ বানিয়ে দেয় স্কোরটাকে।
গোল করাটাই যখন সবচেয়ে ‘সহজ’ কাজ, নাটক তো হতেই পারে—এই ভাবনাটাকে বেশিক্ষণ ডানা মেলতে দেননি লুইস দিয়াজ। কলম্বিয়াম উইঙ্গার ৮৫ মিনিটে গোল করে ম্যাচের সব উত্তেজনাই শেষ করে দেন।