অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের ম্যাচ দুটি। একটির প্রতিপক্ষ চিলি, আরেকটিতে পেরু। বিশ্বকাপ বাছাইয়ের এ দুটি ম্যাচে আলিসনকে পাওয়া যাচ্ছে না, জানা গিয়েছিল আগেই। তবে ৩২ বছর বয়সী এই গোলকিপারকে ব্রাজিল ফুটবল দল পাবে না নভেম্বরের উইন্ডোতেও।
আর দুই ফিফা উইন্ডোর মাঝে আলিসনকে পাবে না লিভারপুল। ইংলিশ ক্লাবটি আজ নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা আলিসনকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ঠিকঠাকমতো সুস্থ হয়ে উঠলে ব্রাজিল গোলকিপারকে পাওয়া যাবে নভেম্বরের শেষ সপ্তাহে।
আলিসন চোট পেয়েছেন শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে লিভারপুলের ১–০ গোলের জয়ের ম্যাচে। সে দিন ম্যাচের ৭৯ মিনিটে তাঁকে তুলে নিয়ে ভিতেস্লাভ জারোসকে নামানো হয়। দীর্ঘ সময়ের জন্য চোটে ছিটকে যাওয়ায় লিভারপুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন আলিসন।
এর মধ্যে চেলসির বিপক্ষে নিজেদের মাঠে এবং আর্সেনালের বিপক্ষে এমিরেটসে খেলবে লিভারপুল। এ ছাড়া ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ অ্যানফিল্ডে আর লিগ কাপের ম্যাচ ব্রাইটনের মাঠে। ঘরোয়া প্রতিযোগিতার বাইরে আর্নে স্লটের দল চ্যাম্পিয়নস লিগে খেলবে লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে।
প্রথম পছন্দের গোলকিপার না থাকাটা বড় ধাক্কা বলেই মনে করেন লিভারপুল কোচ আর্নে স্লট, ‘সে আমাদের ১ নম্বর গোলকিপার। বিশ্বের সেরা গোলকিপারও। সুতরাং তার চোটে পড়াটা দলের ও তাঁর জন্য ধাক্কা।’
আলিসনের অনুপস্থিতি লিভারপুলকে কতটা ভোগাবে, সেটা সময়ই বলবে। তবে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থানেই আছে স্লটের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর চ্যাম্পিয়নস লিগে জিতেছে নিজেদের প্রথম দুই ম্যাচেই।
ব্রাজিল চিলি ও পেরু ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকেও পাচ্ছে না। যে রাতে লিভারপুল জার্সিতে আলিসন চোট পেয়েছেন, একই রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনি।
তবে আলিসনের আরেক দল, ব্রাজিল এই মুহূর্তে ভালো অবস্থানে নেই। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল এখন পাঁচ নম্বরে। এই মুহূর্তে পয়েন্ট খোয়ালে বিপদে পড়তে হবে। আর এমন সময়ে টানা চার ম্যাচে আলিসনকে পাবে না ব্রাজিল। ১১ অক্টোবর চিলি আর ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে ম্যাচ। পরের ফিফা উইন্ডোতে প্রতিপক্ষ ভেনেজুয়েলা (১৪ নভেম্বর) ও উরুগুয়ে (১৯ নভেম্বর)। ব্রাজিল দলে অবশ্য এদেরসনের মতো গোলরক্ষক আছেন।
ব্রাজিল চিলি ও পেরু ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকেও পাচ্ছে না। যে রাতে লিভারপুল জার্সিতে আলিসন চোট পেয়েছেন, একই রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনি।
ব্রাজিলের সামনের দুটি ম্যাচের জন্য রিয়াল ফরোয়ার্ডের বদলি করা হয়েছে ফুলহামের আন্দ্রেস পেরেইরাকে, আলিসনের বদলে ডাকা হয়েছে পালমেইরাসের ওয়েভেরতনকে। যার অর্থ, আক্রমণভাগের সামনে আর রক্ষণভাগে সর্বশেষ দেয়াল—দুটি প্রথম পছন্দের খেলোয়াড়কেই চিলি ও পেরু ম্যাচে পাচ্ছে না ব্রাজিল।