ব্যালন ডি’অর পাচ্ছেন বেনজেমা?
ব্যালন ডি’অর পাচ্ছেন বেনজেমা?

বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন আনচেলত্তি

উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। দলটির তারকা স্ট্রাইকার করিম বেনজেমা গত মৌসুমের ফর্মকে টেনে এনেছেন এ মৌসুমেও। গোল পেয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর গোলসংখ্যা এখন ৩২৪। এর মধ্য দিয়ে রাউল গঞ্জালেসকে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন বেনজেমা। তাঁর সামনে শুধু ৪৫০ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল বুধবার রাতে বেনজেমা শুধু মাইলফলকের দেখাই পাননি, ব্যালন ডি’অর জয়ের দাবিকেও সুপ্রতিষ্ঠিত করেছেন।

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও সেটিই মনে করেন। তাঁর মতে উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি বেনজেমার ব্যালন ডি’অরের দাবিকে আরও জোরালো করেছে, ‘বেনজেমা রিয়ালের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলের নেতাও। আজ দল যে জায়গায় খেলছে, তাতে বেনজেমার অবদান অনেক। সে গত মৌসুমে অনেক গোল করেছে। এ মৌসুমে শুরুটাও দুর্দান্ত করেছে। আমি তো মনে করি, এবারের ব্যালন ডি’অরটা সে–ই পাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে কারও সন্দেহ থাকারই কথা নয়।’

একই কথা বলেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, ‘আমার মতে, ব্যালন ডি’অর বেনজেমার প্রাপ্য। গত মৌসুমেই সে ব্যালন ডি’অরের প্রাপ্য ছিল, এবার তাঁর দাবি আরও জোরালো হয়েছে।’

রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা

আনচেলত্তিও কাল মাইলফলক ছুঁয়েছেন একটি। কালকের জয়ে ইতালিয়ান কোচ হয়ে গেলেন সর্বোচ্চ চারটি উয়েফা সুপার কাপজয়ী ইতিহাসের প্রথম কোচ। এ পথে তিনি পেছনে ফেললেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে। তিনবার এই শিরোপা জিতেছেন গার্দিওলা। এসি মিলানের কোচ হিসেবে তিনি এর আগে ২০০৩ ও ২০০৭ সালে উয়েফা সুপার কাপ জিতেছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে এর আগে জিতেছিলেন ২০১৪ সালে। রিয়াল মাদ্রিদ এ নিয়ে পাঁচবার উয়েফা সুপার কাপ জিতল। ক্লাবটি এখন ব্রাকেটবন্দী সর্বোচ্চ পাঁচবার করে জেতা মিলান ও বার্সেলোনার সঙ্গে।

বেনজেমার ব্যালন ডি’অর প্রাপ্তি নিয়ে গত মে মাসে কথা বলেছিলেন ৭ বারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসিও। পিএসজি ও আর্জেন্টিনা তারকাও মনে করেন ব্যালন ডি’অর বেনজেমারই প্রাপ্য। তিনি আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি মনে করি এই মৌসুমে কোনো দ্বিধা ছাড়াই ব্যালন ডি’অর বেনজেমার প্রাপ্য। বছরটা দারুণ কেটেছে বেনজেমার। চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত সে ছিল দুর্দান্ত।’

বেনজেমা নিজে অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তবে তিনি জানিয়েছেন আপাতত যা পেয়েছেন, তাতে যথেষ্টই গর্বিত তিনি, ‘দেখা যাক কী হয়! তবে আমি যা যা করেছি, যা যা পেয়েছি, তাতে যথেষ্ট গর্বিতই। আমার প্রচুর ট্রফি আছে, প্রচুর সম্মাননা আছে, আমার আর কিছুই প্রমাণের নেই। আসল কথা হচ্ছে, আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’