কিংসকে ২-০ গোলে হারিয়ে ফর্টিসের খেলোয়াড়দের উল্লাস
কিংসকে ২-০ গোলে হারিয়ে ফর্টিসের খেলোয়াড়দের উল্লাস

ফেডারেশন কাপ

ফর্টিসের কাছে কিংসের হার, জোড়া হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সকে ৮ গোলে ভাসাল ব্রাদার্স

টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন। গত মৌসুমে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ—দুই শিরোপাই জিতেছে তারা। দেশের ঘরোয়া ফুটবলে প্রায় ‘অজেয়’ বসুন্ধরা কিংস। কিন্তু সেই ‘অজেয়’ দলটিই কিনা এবারের মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে পাঁচ ম্যাচের দুটিতেই হারল! গত সপ্তাহে প্রিমিয়ার লিগে কুমিল্লায় রানার্সআপ মোহামেডানের কাছে হারের পর আজ ফেডারেশন কাপে নিজেদের মাঠে কিংস ২-০ গোলে হেরেছে ফর্টিস এফসির কাছে।

ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে মুস্তাফা দ্রামেহ আর সাজ্জাদ হোসেনের জোড়া হ্যাটট্রিকে ঢাকা ওয়ান্ডারার্সকে ৮–০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেও ব্রাদার্স ইউনিয়নকে কোনোরকমে ১–০ গোলে হারিয়েছিল কিংস। কিংস অ্যারেনায় আজ দ্বিতীয় ম্যাচেই কিংস বড় ধাক্কা খেল ফর্টিসের বিপক্ষে। এটি কিংসের বিপক্ষে ফর্টিসের প্রথম জয়। ম্যাচের ৭০ মিনিটে জুমায়েভ ও ৭৭ মিনিটে আবদুল্লাহর গোল দুর্দান্ত এই জয় এনে দেয় ফর্টিসকে।

উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভের গোলের পর ফর্টিসের উদযাপন

সর্বশেষ ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনে কিংস মাঠে নেমেছিল আজ। তবে সুযোগ পেয়েও নিজেদের মেলে ধরতে পারেননি চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল, জাহিদ হোসেন, টুটুল হোসেন বাদশাহরা। দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা আর জোনাথন ফার্নান্দেজের ওপর অনেকটাই নির্ভরশীল কিংস। আজ হতাশ করেছেন তাঁরা দুজনও।

শুরুর দিকে ফর্টিসের ওপর কিছুটা চাপ তৈরি করেছিল লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু সেই সময় গোল পায়নি। ধীরে ধীরে ফর্টিস নিজেদের গুছিয়ে নিয়েছে। দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণে ফর্টিসই বরং বেশি ভুগিয়েছে কিংসকে। ম্যাচের ৭০ মিনিটে ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভ্যালেরি রিশিনের কর্নার থেকে বক্সে লাফিয়ে হেড করে গোল করেন উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ। ৭৭ মিনিটে পিয়াস নোভার পাস কিংসের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে যায় আবদুল্লাহর কাছে। কিংস গোলকিপার আনিসুর রহমান ঠেকাতে পারেননি আবদুল্লাহর শট।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স ৮-০ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে কাওসার আলী রাব্বির গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৪ মিনিটে মুস্তাফা স্কোরলাইন ২–০ করেন। এরপর সাজ্জাদের দুই গোলে (২৮ ও ৪৮ মিনিটে) ব্যবধান হয় ৪–০। ৬৫ ও ৭০ মিনিটে মুস্তাফা আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। সাজ্জাদ হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৮১ মিনিটে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ব্রাদার্সকে ৮–০ গোলের বড় জয় এনে দেন এলিটা কিংসলে।